মঙ্গলবার, ০৬ ফেব্রুয়ারী, ২০১৮, ০৫:০৭:২৭

এক ব্রিজেই ৫০টি মৌমাছির বাসা!

এক ব্রিজেই ৫০টি মৌমাছির বাসা!

এক্সক্লুসিভ ডেস্ক: এলাকার সব মৌমাছিরা এবার বাসা বেঁধেছে মানিকগঞ্জের হরিরামপুর-বলড়া সড়কের পিপুলিয়ার একটি ব্রিজের রেলিংয়ের নিচে। তা-ও আবার একটি-দুটি নয়; ওই একটি ব্রিজেই মৌমাছির দল ৫০টি চাক বেঁধেছে। একসঙ্গে এতগুলো মৌচাক দেখার জন্য এখন প্রতিদিনই ভিড় করছে উৎসুক মানুষ। আর ভ্রমণপিপাসুরা তো আছেনই।

জানা যায়, এ ব্রিজে ১০ বছর ধরে মৌমাছি চাক তৈরি করে। এতে সারা বছরই এখানে মৌচাক থাকে। বছরের অন্য মৌসুমে ২০ থেকে ২৫টি চাক থাকলেও শীতে এর সংখ্যা বেড়ে যায়। চলতি সরিষা মৌসুমে এখানে ৫০টি চাক বসেছে।

হরিরামপুর উপজেলার বয়ড়া ইউনিয়নের আন্দারমানিক গ্রামের আবিদ হাসান আবিদ বলেন, ৪৫ ফিট পিপুলিয়া ব্রিজের নিচে সারা বছরই মৌমাছির চাক থাকে। চলতি বছর ৫০টি মৌমাছির চাক রয়েছে।

এ ব্যাপারে হরিরামপুর উপজেলা কৃষি কর্মকর্তা জহিরুল হক বলেন, পিপুলিয়া ব্রিজে সারা বছরই মৌমাছি থাকে। এটি মৌমাছির নিরাপদ আশ্রয়স্থল। পর্যাপ্ত মধু ও পানি থাকায় শীত মৌসুমে এখানে মৌচাকের পরিমাণ বেড়ে যায়।
এমটি নিউজ/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে