এক্সক্লুসিভ ডেস্ক : রাতারাতি কোটিপতি হয়ে গিয়েছেন ভারতের অরুণাচল প্রদেশের বোমজা গ্রামের বাসিন্দারা। এই গ্রামের প্রায় প্রতিটি পরিবার এখন কোটি টাকার মালিক। এই গ্রামটি এখন গোটা এশিয়া মহাদেশের অন্যতম ধনী গ্রাম হিসেবে নথিভুক্ত হয়েছে। খবর ইন্ডিয়া টাইমসের।
সেনাবাহিনীর তাওয়াং ইউনিটের সদস্যদের জন্য আবাসন তৈরি করতে অরুণাচলের বোমজা গ্রামটি অধিগ্রহণ করেছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়। গ্রামের ২০০ একর জমি অধিগ্রহণের ক্ষতিপূরণ হিসেবে মোট ৪০ কোটি ৮০ লাখ ৩৮ হাজার ৪০০ রুপি দিয়েছে সরকার।
এই বিপুল পরিমাণ টাকা ভাগ করে দেয়া হয়েছে গ্রামের ৩১টি পরিবারের মধ্যে। ২৯টি পরিবার পেয়েছে ১ কোটি ৯ লাখ রুপি করে। একটি পরিবার পেয়েছে ২ কোটি ৪৪ লাখ রুপি এবং আরও একটি পরিবার পেয়েছে ৬ কোটি ৭৩ লাখ রুপি।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অরুণাচল প্রদেশের উন্নতিতে আগ্রহী হয়ে এই অর্থ মঞ্জুর করেছেন বলে জানান অরুণাচলের মুখ্যমন্ত্রী পেমা খাণ্ডু। তবে কোটি কোটি টাকা পেয়েও গুজরাট প্রদেশের মাধাপুর গ্রামকে হারাতে পারল না বোমজা। মাধাপুরই এখনও পর্যন্ত দেশের সবচেয়ে ধনী গ্রাম।
এমটিনিউজ/এসবি