শুক্রবার, ০৯ ফেব্রুয়ারী, ২০১৮, ০৭:১২:১৪

রাতের উপহার, উপভোগের জন্য কিমের হারেমে আছে এমন হাজারও সুন্দরী!

রাতের উপহার, উপভোগের জন্য কিমের হারেমে আছে এমন হাজারও সুন্দরী!

এক্সক্লুসিভ ডেস্ক: রাতের উপহার, উপভোগের জন্য কিমের হারেমে আছে এমন হাজারও সুন্দরী! বিভিন্ন সময়ে রটেছে, উত্তর কোরিয়ার একনায়ক শাসক কিম জং উনের সংগ্রহে আছে এমন সব মহিলা যারা হাসতে হাসতে প্রাণ দিতে পারে  তাদের রূপ জৌলুসে চমকে যেতে হয়৷কিমের হারেমে আছে এমনই শয়ে শয়ে মহিলা৷যারা অনেকে মিলে কিমের বিকৃত কামকে চরিতার্থ করে৷এতে মজা পান কিম৷ খুশি হয়ে উপহার দেন৷ আর রেগে গেলে কোনও সুন্দরীকে হিংস্র কুকুর দিয়ে ছিঁড়ে খাওয়ান সেই মরণযন্ত্রণা তারিয়ে তারিয়ে উপভোগ করে কিম৷ সেটা দেখতে হয় বাকি হারেম সুন্দরীদের৷

শীতকালীন অলিম্পিক ঘিরে সাড়া পড়েছে দুনিয়ায়৷ দক্ষিণ কোরিয়ায় হওয়া এই ক্রীড়ানুষ্ঠানে উত্তর কোরিয়ার হয়ে প্রধান অতিথি হয়েছেন কিম জংয়ের বোন কিম ইও৷ তার সঙ্গেই এসেছে চিয়ারগার্লদের টিম৷ এরা উত্তর কোরিয়ার হয়ে গলা ফাটাবে৷

উত্তর কোরিয়া থেকে ২২৯ জন চিয়ার গার্লদের কিছু ছবি প্রকাশ হয়েছে৷ অলিম্পিক ভিলেজে যাওয়ার আগে দক্ষিণ কোরিয়ার গ্যাপিইয়ং এক্সপ্রেসওয়ের একটি রেস্টহাউসে ধরা পড়েছে কিছু মুহূর্ত৷ লাল কোট পরা বুকে দেশের পতাকার ব্যাজ সহ তাদের দেখেই চমক লাগছে৷ এঁরা সকলেই থাকবেন গেম ভিলেজের কাছে ইনজে হোটেলে৷ শোনা যাচ্ছে অলিম্পিক উপলক্ষে দক্ষিণ কোরিয়ায় আসবেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সবচেয়ে ছোট বোন কিম ইও জং৷ তবে তিনি কবে আসবেন, তা এখনো জানা যায়নি৷
এমটি নিউজ/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে