শনিবার, ১০ ফেব্রুয়ারী, ২০১৮, ০৫:৫৪:১১

ক্রীড়াজগতে নারীদের মধ্যে সবথেকে বেশি কোটিপতি যে ৭ জন!

ক্রীড়াজগতে নারীদের মধ্যে সবথেকে বেশি কোটিপতি যে ৭ জন!

এক্সক্লুসিভ ডেস্ক: এখানে এমন কয়েকজন নারীকে চিনে নিন যারা ক্রীড়াজগতের সুপরিচিত নাম। এদের কেউ ক্রীড়াবিদ, আবার কেউবা এই বাণিজ্যে জড়িত। তারা খ্যাতিমান এবং কোটিপতি। বাৎসরিক আয়ের বিবেচনায় উঠে এসেছে তাদের নাম। তাদেরই মধ্যে এখানে ৭ জনের কথা বলা হলো।

ইরিন অ্যান্ড্রিউস:
তিনি ইরিন অ্যান্ড্রিউস। এনএফএল গেমসের সাইডলাইনে তার দেখা মেলে। বড় বড় ক্রীড়া তারকার সাক্ষাৎকার নিতে দেখা যায় মাঠে। ফক্স পোর্টস ফ্লোরিডায় ফ্রি ল্যান্সার হিসেবে ক্যারিয়ার শুরু করেন। ইএসপিএন এবং ইএসপিএনইউ এর রিপোর্টার হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ফুটবল, বাস্কেটবল, বেজবলের বিশাল সব ম্যাচে তিনি এক পরিচিত মুখ। ফক্স স্পোর্টসের বিশ্লেষক এবং ড্যান্সিং উইথ দ্য স্টার্স এর মতো আয়োজনেও দেখা মেলে তার। তাই বছরে ৫৮ মিলিয়ন ডলার আয় অবাক হওয়ার মতো নয়। ক্রীড়াজগতে ধনী নারীদের তিনি একজন।

স্টেফারি ম্যাকমেহন:
যারা রেসলিং পছন্দ করেন তারা স্টেফারি ম্যাকমেহনকে চেনেন। তিনি ডাব্লিউডাব্লিউই এর চিফ ব্র্যান্ড অফিসার এবং এর সাপ্তাহিক শো 'র' এর অন-স্ক্রিন কমিশনার। তিনি রেসলিংয়েরও পারদর্শী। এই আয়োজন নিয়েই জীবনটা কাটিয়ে দিচ্ছেন। ডাব্লিউডাব্লিউই এর অন্যান্য শাখায় টিনএজ থেকেই জড়িত। টি-শার্টের মডেলিং করেছেন এবং রেসলিংয়ের প্রশিক্ষণ নিয়েছেন। তিনি জনপ্রিয় রেসলার পল 'ট্রিপল এইচ' লেভেস্ক-কে বিয়ে করেন। বছরে আয় ৬২.৭ মিলিয়ন ডলার।

সিমোনা হ্যালেপ:
টেনিস জগতে ঝড় তুলেছিলেন সিমোনা হ্যালেপ। ডাব্লিউটিএ প্রিমিয়ার ম্যান্ডাটরি জিতেছিলেন দুইবার। ইউএস ওপেন, উইম্বলডন, ফ্রেঞ্চ ওপেন এবং অস্ট্রেলিয়ান ওপেনে খেলেছেন ভালো। বছরে আয় ১৪৫ মিলিয়ন ডলার।

রন্ডা রাউজি:
রন্ডা রাউজি মিক্সড মার্শাল আর্টের দারুণ জনপ্রিয় তারকা। মারামারিতে যেমন পারদর্শী, তেমনি অভিনয়ও করেন। প্রথম আমেরিকান নারী যিনি জুডোতে পদক অর্জন করনে। এ ছাড়া পর পর ১২টি এমএমএ ফাইট, বেশ কিছু চ্যাম্পিয়নশিপ জিতেছেন। এক্সপেনডিবল এবং ফিউরিয়াস ৭ এর মতো ছবিতেও দেখা গেছে তাকে। বছরে তার আয় ১২ মিলিয়ন ডলার।

ডেনিকা প্যাট্রিক:
গাড়ির রেসে ডেনিকা প্যাট্রিক আর সুপরিচিত নাম। ইন্ডি ৫০০ এর রেসিং শুরু করেন। পরে নাসকার-এ সুযোগ পান। ইন্ডি ৫০০-এ প্রথম নারী হিসেবে প্রথম পাঁচে জায়গা করে নেন। এর পর থেকে আর পিছে ফিরে তাকাতে হয়নি। নাসকারে তিনি খ্যাতিমানদের একজন। বছরে তার আয় ৬০ মিলিয়ন ডলার।

বৌ মার্থা ফায়ারস্টোন:
মার্থা ফায়ারস্টোনের নাম অনেকেই জানেন না। তিনি ডেট্রয়েট লায়ন্সের মালিক এবং চেয়ারওম্যান। ফায়ারস্টর্ম টায়ার অ্যান্ড রাবার কম্পানির প্রতিষ্ঠাতার নাতনী তিনি। ফোর্ড মোটর্স এর মালিক হেনরি ফোর্ডের নাতী ক্লে ফোর্ডের স্ত্রী মার্থা। বছরে তার আয় ১.৪৯ বিলিয়ন ডলার।

কিম ইয়োনা:
কিম ইয়োনা একজন পেশাদার ফিগার স্কেটার। দক্ষিণ কোরিয়ার এই ক্রীড়া তারকা অলিম্পিকে দুটো পদক নিজের করেছিলেন। ৬টি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ এংব ৪টি গ্র্যান্ড প্রিক্স ফাইনালে পারফর্ম করেছেন। বছরে তার আয় ২১ মিলিয়ন ডলার। জনকল্যাণে দান করেন তিনি। ইতিমধ্যে এ কাজে ২.৫ মিলিয়ন ডলার বিলিয়ে দিয়েছেন তিনি।
সূত্র : টু রেড ডটস  
এমটি নিউজ/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে