রবিবার, ১১ ফেব্রুয়ারী, ২০১৮, ০৬:০৩:০৪

আফগান ক্রিকেটারদের 'ক্যাচের' এই অভিনব অনুশীলন!

আফগান ক্রিকেটারদের 'ক্যাচের' এই অভিনব অনুশীলন!

স্পোর্টস ডেস্ক: 'পরিশ্রম সাফল্যে মূল চাবিকাঠি'- প্রবাদটি আমরা সবই জানি। কিন্তু কাজে লাগানো হয় কতটুকু? বর্তমানে ক্রিকেটবিশ্বে একটি দলের পারফরমেন্স সবার নজর কাড়ছে। ভারত-অস্ট্রেলিয়া কিংবা দক্ষিণ আফ্রিকার কথা বলা হচ্ছে না, দলটি যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তান। খুব দ্রুতই তাদের উত্থান। কারণ একটাই, পরিশ্রম।

দলটি এখন জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলছে। এর আগে টি-২০ সিরিজে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করেছে। এর ফল পেয়েছে হাতেনাতে, টি-২০ র‌্যাঙ্কিংয়ে শ্রীলঙ্কাকে পেছনে ফেলে অষ্টম স্থান দখল করেছে তারা।

এখন চলছে ওয়ানডে সিরিজ। প্রথম ম্যাচে বড় ব্যবধানে জিম্বাবুয়েকে হারিয়েছে তারা।

শুধু আফগানিস্তান জাতীয় দল নয়, অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপে তরুণ দলটিও দুর্দান্ত খেলেছে। তবে সেমিফাইনালে এসে অস্ট্রেলিয়ার কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে। এই তরুণদের কয়েকজন আবার আইপিএলে দলও পেয়েছেন। আর সিনিয়রদের মধ্যে রশিদ খান ও মোহাম্মদ নবি আগেই খেলতেন আইপিএলে।

লেগ-স্পিনারদের তালিকায় দ্বিতীয় স্থানটি এখন আফগান তরুণ রশিদ খানের। তার দুর্ধর্ষ বোলিং এখন প্রতিপক্ষের জন্য ত্রাস সৃষ্টি করে। ক্রিজে এলে খালি হাতে কমই ফিরেন তিনি। কম খরচায় বেশি উইকেট শিকার করে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন তিনি।

আর মোহাম্মদ নবি তো ব্যাট হাতে অসাধারণ। জিম্বাবুয়ের বিপক্ষে টি-২০ সিরিজের দুটি ম্যাচেই রশিদের সাথে ম্যাচ জয়ের নায়ক ছিলেন তিনিই।

ব্যাটসম্যানের জায়গায় টায়ার!

একের পর এক ম্যাচ জয়ের পেছনে রয়েছে পরিশ্রম আর সাধনা। সম্প্রতি তার ঝলক দেখা যাচ্ছে ওয়েব দুনিয়ায়।

ক্রিজে 'ক্যাচ' অনুশীলন করছেন তারা। সেটি সাধারণভাবে নয়। স্ট্যাম্পের সামনে টায়ার রেখে- এই অভিনব অনুশীলন করছেন তারা। যেখানে ব্যাটসম্যানের থাকার কথা, সেখানে টায়ার। বল ছুঁড়ছেন বোলার। সেটি টায়ারে আঘাত করে ছুঁটছে, তা লুফে নিচ্ছেন ফিল্ডাররা।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে