শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৫, ১১:৪২:৩৬

লাঠি নিয়ে বিমান চুরি!

লাঠি নিয়ে বিমান চুরি!

এক্সক্লুসিভ ডেস্ক : বিমান ছিনতাইয়ের খবর কম বেশি শুনেছেন অনেকেই। কিন্তু সরাসরি বিমানবন্দরে ঢুকে বিমান চুরির কথা কেউ কখনো শুনেছেন কি? তাও আবার এই আধুনিক যুগে লাঠিওয়ালা চোর!

হ্যা, এমনই এক অদ্ভুত ঘটনা ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ওয়াকো আঞ্চলিক বিমানবন্দরে। গত বৃহস্পতিবার লাঠি নিয়ে বিমানবন্দরে ঢুকে বিমান চুরির চেষ্টা করেছেন এক ব্যক্তি। এর আগে সজোরে গাড়ি চালিয়ে এসে রানওয়ের গেট ভেঙে ভেতরে ঢোকেন তিনি।

সকালে একেবারে বিনা মেঘে বজ্রপাত! আচমকা একটি গাড়ি এসে ধাক্কা মারল বিমানবন্দরের সিকিওরিটি গেটে। হালকা নিরাপত্তা বলয় ভেঙে গাড়িটি ছিটকে ঢুকল বিমানবন্দর পরিসরে। এক ব্যক্তি দরজা খুলে লাফিয়ে নামলেন। হাতে একটি লাঠি নিয়ে ছুটতে শুরু করলেন রানওয়ের দিকে।

ঘটনার আকস্মিকতায় শুরুতে হকচকিয়ে গিয়েছিলেন বিমানবন্দরের কর্মীরা। আগন্তুক যখন ছুটছেন রানওয়ের দিকে, তখন সকলের সম্বিৎ ফিরল। কিন্তু, থামাবে কে? ছুটন্ত আগন্তুকের হাবভাব মোটেই স্বাভাবিক নয়। কেউই এগতে সাহস পাচ্ছেন না।

রাতের ডিউটি শেষ করে বাড়ি ফেরার তোড়জোড় করছিলেন যে নিরাপত্তা আধিকারিক, তিনিই এগিয়ে গেলেন। ততক্ষণে রানওয়েতে দাঁড়িয়ে থাকা একটি জেট প্লেনের দখল নেওয়ার চেষ্টা শুরু করেছেন অচেনা আগন্তুক। লিয়ারজেটের ল্যান্ডিং গিয়ারকে ঘিরে যে টায়ার চোক থাকে, তা খুলে ফেলেছেন। এবার প্লেনের ভিতরে ঢোকার চেষ্টা করছেন।

নিরাপত্তা আধিকারিক বুঝতে পারেন, বিপদ ঘনাতে চলেছে। তিনি কোমরের খাপ থেকে টেজার গান বার করে ট্রিগারে চাপ দিলেন। টেজার গান থেকে গুলি ছোটে না। যাঁকে লক্ষ্য করে এর ট্রিগারে চাপ দেওয়া হয়, তার ইলেকট্রিক শক লাগার মতো অনুভূতি হয়।

টেজারের পর পর বেশ কয়েকটি ধাক্কায় আগন্তুক ছিটকে ছিটকে পড়ছিলেন বার বার। আবার উঠে প্লেনটির দিকে ছুটছিলেন। জেটটি নিয়ে তিনি পালাবেনই। প্লেন কেনার সামর্থ্য নেই। তাই ছিনতাই করেই ব্যক্তিগত বিমানের মালিক হবেন।

শেষমেষ বিমানবন্দরের কর্মীদের সিংহভাগ ছুটে যান রানওয়েতে। চারপাশ থেকে জাপটে ধরে কোনোমতে রানওয়ে থেকে ফেরত আনেন আগন্তুককে। আচরণে অস্বাভাবিকতা আঁচ করে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় মানসিক অবস্থা পরীক্ষার জন্য।

এক বিবৃতিতে সেখানকার পুলিশ জানায়, ওই ব্যক্তি পার্ক করে রাখা একটি উড়োজাহাজে ওঠার চেষ্টা করলে দেখে ফেলেন বিমানবন্দরের কয়েকজন কর্মকর্তা। তখন তাঁকে আটক করা হয়।

পুলিশ বলছে, আটক ব্যক্তির মানসিক অসুস্থতার রেকর্ড রয়েছে। এর সত্যতা যাচাইয়ে তাঁকে স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয়। সূত্র : রয়টার্স
১৯ সেপ্টেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে