শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী, ২০১৮, ১০:৫২:৪৯

প্রেমিকা নেই তাই সুন্দরী মহিলা পুলিশকর্মীকে প্রপোজ, পরে যা ঘটলো

প্রেমিকা নেই তাই সুন্দরী মহিলা পুলিশকর্মীকে প্রপোজ, পরে যা ঘটলো

এক্সক্লুসিভ ডেস্ক: ভ্যালেন্টাইনস ডে বলে কথা। রাস্তা, পার্কে হাত ধরে বেরিয়ে পড়েছেন প্রেমিক-প্রেমিকারা। আঠাশে পৌঁছেও সঙ্গিনী পাওয়ার অবশ্য সৌভাগ্য হয়নি এক তরুণের। তাই দলছুট হয়ে এক মহিলা পুলিশকে প্রপোজ করেছিলেন। পুলিশ ছুঁলে যে ছত্রিশ ঘা তা বিলক্ষণ টের পেয়েছেন ওই তরুণ। প্রেমিকা নেই তাই সুন্দরী মহিলা পুলিশকর্মীকে প্রপোজ, অত:পর…যা ঘটলো তা অন্যরকম তো বটেই।

অনেক কাকুতি-মিনতি এবং কানমলা খেয়েও শেষরক্ষা হয়নি। অভিযুক্ত যুবককে পুলিশ আটক করেছে। ভারতের উত্তরপ্রদেশের মোরাদাবাদের এই ঘটনায় অবাক অনেকেই। আসলে রোড রোমিওদের দৌরাত্ম্যে লাগাম পরাতেই সাদা পোশাকের মহিলা পুলিশ ঘুরছিলেন মোরাদাবাদের রাস্তা এবং একাধিক পার্কে। সুন্দরী পুলিশকর্মীকে দেখে আর নিজেকে সামলাতে পারেননি বিনয় শ্রীবাস্তব নামে ওই তরুণ। কালবিলম্ব না করে প্রেমের প্রস্তাব দিয়ে ফেলেন। স্রেফ প্রপোজ করলে পানি এতদূর গড়াত না। পুলিশ সতর্ক করে হয়তো ছেড়ে দিত।

কিন্তু বিনয় প্রস্তাব দিতে গিয়ে আপত্তিকর কাজকর্ম করেন বলে অভিযোগ। তদন্তকারীদের অভিযোগ পুলিশকর্মীর উদ্দেশ্যে অশ্লীল ইঙ্গিতও করেন ওই যুবক। প্রথমে বিষয়টি কিছু বুঝতে দেননি ওই মহিলা পুলিশকর্মী। তিনি কৌশলে অভিযুক্ত যুবককে পুলিশ ফাঁড়ির দিকে নিয়ে যান। অচেনা মহিলার এমন আবদারে সন্দেহজনক কিছু মনে হয়নি বিনয়ের। ভেবেছিলেন ওপাশ থেকে যেহেতু সায় এসেছে, অতএব এগোলে মন্দ নয়।

এভাবে অভিযুক্ত যুবককে নিয়ে পুলিশকর্মী পৌঁছে যান ফাঁড়ির কাছে। যেখানে জিপ নিয় অপেক্ষায় ছিলেন বেশ কয়েকজন সহকর্মী। পুলিশের জিপ দেখে বিপদ আঁচ করে ওই তরুণ। ততক্ষণে যা হওয়ার হয়ে গিয়েছে। পাঁজাকোলা করে জিপে তাঁকে জিপে তোলেন পুলিশকর্মীরা। ততক্ষণে দেখা যায় জিপে আরও কয়েকজন ঠাসাঠাসি করে বসে।
১৬ ফেব্রুয়ারি ২০১৮/এমটিনিউজ২৪.কম/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে