শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী, ২০১৮, ০৩:৫৩:০৫

ভালোবাসা দিবসে এ কেমন অমানবিকতা? বিন্দু মাত্র মায়া হয়নি মেয়েটির জন্য

ভালোবাসা দিবসে এ কেমন অমানবিকতা? বিন্দু মাত্র মায়া হয়নি মেয়েটির জন্য

এক্সক্লুসিভ ডেস্ক :   অনেক দিন চেষ্টার পর পছন্দের মানুষকে রাজি করে জনসম্মুখে প্রপোজ করার কথা বলে এক তরুণ তার পছন্দের তরুণীকে নিয়ে এসেছিলেন একুশে বইমেলায়।

তবে ভালোবাসা দিবসের দিন ওই তরুণীর কপালে ফুল না জুটে জুটেছে তরুণের হাতের থাপ্পড় আর লাঞ্ছনা। ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসের দিন একুশে বইমেলার আলোচনার জন্য তৈরি ফাঁকা মঞ্চে ঘটেছে এমন ঘটনা। আর ওই ছবি ফেসবুকে ছড়িয়ে পড়ার অনেকেই ভৎসনা জানিয়েছেন ওই তরুণ আর সেখানে উপস্থিত মানুষদের প্রতি।    

বুধবার থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা যায়, শাড়ি পরা এক তরুণী ও গোলাপ হাতে এক তরুণ বইমেলার ফাঁকা মঞ্চে। ছেলেটি তখন তরুণীর হাত ধরে উচ্চস্বরে বলল, আমি আমার গার্লফ্রেন্ডকে প্রপোজ করতে যাচ্ছি। ছেলেটির কিছু বন্ধু হাত ধরাধরি করে চারপাশ ঘিরে রেখেছে। কেউ কেউ আবার মোবাইল ফোনে ভিডিও ধারণ করছেন।

ভিডিওতে আরও দেখা যায়, রোমান্টিকতার এ আয়োজনে মিটিমিটি করে হাসছিলেন ওই তরুণী। তবে তাকে ফুল না দিয়ে তার গালে চড় দেন ওই তরুণ। আর এই দৃশ্য দেখে সেখানে উপস্থিত জনতার সবাই হেসে যাচ্ছিলেন।

তবে এই মুহূর্তের আগে ওই তরুণ বলেন, আমি ১০ মাস ধরে ওর পিছনে ঘুরে পাঁচদিন আগে তাকে ‘পটিয়েছি’। এরপর সে মেয়েটির মুখ ঘুরিয়ে সবাইকে দেখায়। তারপর বলতে শুরু করে, দশমাস সে আমারে ঘুরাইসে। শেষ পর্যন্ত রিলেশনে গেছে আজ পাঁচদিন। তার জন্য আমারে অনেক কষ্ট করতে হইসে। সরকারি কলেজে বড় ভাইদের হাতে মার খেতে হয়েছে। প্রথমে ও ইগনোর করলেও আজকে রাজি হইসে যে, আমি তারে পাবলিকলি প্রপোজ করব।

এ সময় মেয়েটি ছেলেটাকে বলে, এত কাহিনী কেন বলছো?, ছেলেটা বলে, না-না, কোনো কাহিনী না, তোমার কাহিনী বলছি। তুমি কী মনে করছো, তোমারে প্রপোজ করব? এত মানুষ এইখানে কেন জড়ো করছি জানো? যে দশমাস আমারে ঘুরাইছো, আমার বাপের কত টাকা নষ্ট হইছে জানো তুমি? তুমি কি মনে করছো, এমনি এমনি রিলেশনে গেছি আমি?’

এরপর মেয়েটাকে ‘গুটিবাজ’ বলে আখ্যা দিয়ে ওই তরুণ বলেন, ‘রিলেশনশিপে যাওয়ার একটাই উদ্দেশ্য ছিল। তোমাকে আমি সবার সামনে ইনসাল্ট করব।

এরপর সবার সামনেই ওই তরুণীকে থাপ্পড় মারতে থাকেন ওই তরুণ। এ ঘটনাটি ফেসবুকে ছড়িয়ে পড়ার পর অনেকেই ওই তরুণ ও সেখানে উপস্থিত ব্যক্তিদের প্রতি ভৎসনা জানিয়েছেন।

সেতারা পারভিন নামের এক তরুণী ওই ভিডিওটি শেয়ার করে লেখেন, কতটা অমানবিক হলে সবার সামনে এমনটা করা যায়? আমরা ওই তরুণের বিচার চাই।

ইমতিয়াজুল ইসলাম নামের এক ব্যক্তি লেখেন, মানুষ কত নিচু মনের হলে এই কাজ করতে পারে? ভালোবাসা দিবসে এ কেমন অমানবিকতা? মানুষের কি বিন্দু মাত্রও মায়া হয়নি মেয়েটির জন্য? কী অদ্ভুতভাবে হাতের তালি নিয়ে ব্যস্ত হয়ে পড়ল সবাই!

এমটিনিউজ২৪/এম.জে/ এস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে