এক্সক্লুসিভ ডেস্ক: গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে দক্ষিণ আফ্রিকা থেকে আনা ব্ল্যাক সোয়ানের পরিবারে এসেছে ছয় নতুন সদস্য। গত বুধবার ও বৃহস্পতিবার পার্কের ভেতরে বৃহৎ আকৃতির এ হাঁসের প্রজাতির ছানাগুলোর জন্ম হয়। আগামী কয়েক দিনের মধ্যে আরও দুটি ডিম থেকে ছানা পাওয়ার আশা করছেন সাফারি পার্ক কর্তৃপক্ষ।
পার্কের দায়িত্বশীল সূত্র জানায়, বুধবার তিনটি ও বৃহস্পতিবার আরও তিনটি বাচ্চা ডিম ফুটে বের হয়। এর আগে গত ডিসেম্বরে দুই দফায় চারটি বাচ্চার জন্ম হয়। বর্তমানে প্রাপ্ত বয়স্ক ২২টি, আগের চারটি ও ডিম থেকে ছয়টি বাচ্চাসহ পার্কের ডাক গার্ডেনে মোট ৩২টি ব্ল্যাক সোয়ান রয়েছে।
পার্কের বন্যপ্রাণী পরিদর্শক আনিসুর রহমান জানান, পার্কের ফেন্সী ডাক গার্ডেনের অন্যতম সৌন্দর্য হলো বাহারি রঙের সোয়ান। এদের মধ্যে ব্ল্যাক সোয়ান বিচিত্র রঙ ও স্বভাবের। এরা বিশাল দেহের ও উভচর স্বভাবের। দীর্ঘ সরু গলা ও গাঢ় লাল বর্ণের ঠোঁট এদের বিরল বৈশিষ্ট্য।
বন্যপ্রাণী ও পরিবেশ গবেষক আলম শাইন বলেন, ব্ল্যাক সোয়ানের আদি নিবাস অস্ট্রেলিয়ায়। পরিযায়ী হয়ে ব্ল্যাক সোয়ান আমাদের দেশে আসে। সাফারি পার্কে ব্ল্যাক সোয়ানের বাচ্চা দেয়াটা বিরল ঘটনা বলা চলে।
এমটিনিউজ২৪.কম/হাবিব/এইচআর