রবিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০১৮, ০৯:১৬:৪৮

রঙিন সাবানেও সাদা ফেনা! রহস্যাটা কি? জানলে আপনিও অবাক হবেন!

রঙিন সাবানেও সাদা ফেনা! রহস্যাটা কি? জানলে আপনিও অবাক হবেন!

এক্সক্লুসিভ ডেস্ক : রঙিন সাবানেও সাদা ফেনা কেন হয়? কখন ভেবে দেখেছেন কী? সংবাদমাধ্যম এবেলা'র প্রতিবেদন থেকে জানা যায়, এর পিছনে রয়েছে এক বৈজ্ঞানিক ব্যাখ্যা। তার আগে জেনে নেওয়া যাক সাবানে ফেনা হয় কেন।

আসলে সাবানে থাকা সোডিয়াম স্টিয়ারেট অথবা পটাশিয়াম স্টিয়ারেটের কারণেই তৈরি হয় সাবানের ফেনা। কিন্তু সেই ফেনার রং সব সময়ই  সাদা হয় কেন, যেখানে তাদের রং হয় নানা রকমের— গোলাপি, সাদা, লাল, নীল!

আসুন জানা যাক। আসলে সাবান যখন গলে যায় তখন পানি, বাতাস আর সাবানের মিশ্রণে তৈরি হয় বুদবুদ। সাবানের ফেনা হল ছোট ছোট বুদবুদের সমষ্টি। ফেনার মধ্যে যখন সূর্যের আলো প্রবেশ করে তখন তা ফেনার মধ্যে দিয়ে গিয়ে নানা দিকে প্রতিফলিত হতে থাকে।

তাই সাবানের ফেনাকে স্বচ্ছ লাগে। আসলে আলো এত দ্রুত যায় যে তা সব রংয়েই ভেঙে যায়। কোন বস্তুর ক্ষেত্রে এমন হলে তার রং হয় সাদা। আর সেই কারণেই সাবানের ফেনাকে সাদা লাগে।

এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে