বুধবার, ২১ ফেব্রুয়ারী, ২০১৮, ০৯:০২:৩৮

আরাম করছেন, নাকি আত্মহত্যার প্রস্তুতি নিচ্ছেন তিনি?

আরাম করছেন, নাকি আত্মহত্যার প্রস্তুতি নিচ্ছেন তিনি?

এক্সক্লুসভি  ডেস্ক : প্রতিনিয়ত রেললাইনে ঘটছে দুর্ঘটনা। এর পেছনে বেশিরভাগ কারণ হয়ে দাঁড়িয়েছে মোবাইল ফোন। মোবাইল ফোনে কথা বলতে গিয়েই ট্রেনের তলে পরে প্রাণ হারাচ্ছেন অনেকেই। তারপরেও দুর্ঘটনা কমছে। কমার কারণও দেখা যাচ্ছে না। কারণ মানুষ তো সচেতন হচ্ছেই না।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ছবি ভাইরাল হয়েছে। ছবিতে দেখা যাচ্ছে রেললাইনের মাঝে শুয়ে একজন মধ্যবয়স্ক ব্যাক্তি মোবাইল ফোনে কথা বলছেন। এমনভাবে কথা বলছেন দেখে বোঝার উপায় নেই আরাম করছেন, নাকি আত্মহত্যার প্রস্তুতি নিচ্ছেন তিনি ?

এটা কোন রেল স্টেশন তা স্পষ্ট নয়। তবে ছবিটিতে ওই ব্যক্তিকে সমালোচনা করা হচ্ছে। এরকম অসতর্ক ও অসচেতনতা অনেকেই বিস্ময় প্রকাশ করেছেন। বাংলাদেশ রেল ওয়ের একটি ফেসবুক গ্রুপে ছবিটি প্রথমে পোস্ট করা হয়। এরপর ছবিটি বাইরে ছড়িয়ে পড়ে।

এমটিনিউজ২৪/এম.জে/ এস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে