শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী, ২০১৮, ০৪:১৫:৩৯

ছেলের বউকে হেলিকপ্টারে চাপিয়ে নিজের বাড়িতে নিয়ে এলেন কৃষক শ্বশুর

ছেলের বউকে হেলিকপ্টারে চাপিয়ে নিজের বাড়িতে নিয়ে এলেন কৃষক শ্বশুর

এক্সক্লুসিভ ডেস্ক :  প্রাইভেট চপার? সেটা কি? শুধু নামই শুনেছে তারা। এতে যে কোনোদিন ওড়া সম্ভব, এটা বোধহয় স্বপ্নেও ভাবেনি আলিগড়ের দুই বোন। কিন্তু সেই স্বপ্ন সত্যি করল শ্বশুরবাড়ি। ছেলের বউকে হেলিকপ্টারে চাপিয়ে নিজের বাড়িতে নিয়ে এলেন কৃষক শ্বশুর। বিয়ের পর তাদের নিয়ে যাওয়া হল একটা আস্ত হেলিকপ্টারে চাপিয়ে।

আলিগড়ের ছোট্ট গ্রাম বাধিয়ার বাসিন্দা মীরা আর রেখা। সম্প্রতি তাঁদের বিয়ে ঠিক হয় মথুরার এক পরিবারের। একই পরিবারের দুই ভাইয়ের সঙ্গে বিয়ে হয় দুই বোনের। তাঁদের নিয়ে আসতে তিন লক্ষ টাকা দিয়ে চপারটি ভাড়া নেন শ্বশুরমশাই।

পেশায় কৃষক শ্বশুর জানান, তাঁর ইচ্ছে ছিল তিনি বৌমাদের এমনভাবে নিয়ে আসবেন যেন তারা কখনও না ভুলতে পারে। তাই এমন অভিনব সিদ্ধান্ত। সারা গ্রাম তাদের সেই রাজকীয় বিদায়ী দেখার জন্য জড় হন।

মথুরায় তাদের স্বাগত জানাতে উপস্থিত হন বহু মানুষ। শ্বশুর শিবাজী বলেন, তিনি কোনোদিন স্বপ্নেও ভাবেননি যে এত মানুষ আসবে তাঁর বৌমাদের বরণ করে নিতে। দুই ছেলের মধ্যে বড় কুশল পাল উত্তরপ্রদেশ পুলিশে চাকরি করেন। তাঁর সঙ্গে বিয়ে হয়েছে মীরার। আর রেখার বিয়ে হয় কৌশলেন্দ্রর সঙ্গে, তিনি একজন প্রাইভেট ফার্মের ইঞ্জিনিয়ার। মঙ্গলবার আলিগড়ে বিয়ে হয় তাদের।

মেয়ের বাব বনওয়ারি লাল সেনাবাহিনীতে সুবেদার। তিনি মেয়ের শ্বশুরবাড়ির এমন ব্যবহারে আপ্লুত। তিনি বলেন, তাঁর এত সামর্থ্য ছিল না। অতিরিক্ত কিছুই করতে পারেননি মেয়েদের জন্য। তাই তাদের শ্বশুরবাড়ির এমন ব্যবহারে তিনি খুব খুশি।

কৌশলেন্দ্র জানান, তিনি নিজেই চাইলে একটা চপার ভাড়া করতে পারতেন, কিন্তু বাবা বলেন তিনি নিজেই টাকা দিয়ে ভাড়া করবেন। সবটা যেন এখনও স্বপ্নের মত ঠেকছে পুরো পরিবারের কাছে। -কলকাতা২৪

এমটিনিউজ২৪/এম.জে/ এস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে