মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী, ২০১৮, ১০:৫৪:২৬

ভুল বিমানে উঠেছেন জানতে পারার পর আজব কাণ্ড করে বসলেন যুবক

ভুল বিমানে উঠেছেন জানতে পারার পর আজব কাণ্ড করে বসলেন যুবক

এক্সক্লুসিভ ডেস্ক :  ভুল বিমানে উঠেছেন জানতে পারার পর আজব কাণ্ড করে বসলেন এক যুবক। বিমান কর্মীদের অনুমতি ছাড়াই 'জরুরি দরজা' খুলে বিমান থেকে ঝাঁপ দিয়েছেন তিনি। ঘটনাটি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রে।

নিউ জার্সি শহরের নিওয়ার্ক লিবার্টি আন্তর্জাতিক বিমান বন্দরে রবিবার ঘটেছে ঘটনাটি। ইউনাইটেড এয়ারলাইনস-এর নিউ জার্সি থেকে টাম্পা-গামী ফ্লাইট ১৬৪০-তে উঠেছিলেন ওই যুবক। তার নাম ট্রয় ফাটুম।

ইউনাইটেড এয়ারলাইন্সের মুখপাত্র ম্যাগি স্মেরিন জানান, 'ভুল' বিমানে উঠেছেন জানতে পারার পর ঘাবড়ে যান ২৫ বছর বয়সী ট্রয়। সেই পরিস্থিতিতে কোনো বিমান কর্মীকে না জানিয়ে নিজে নিজেই বিপদকালীন দরজা খুলে বিমান থেকে লাফ দেন তিনি। সঙ্গে সঙ্গে বিমান কর্মীরা পুলিশে খবর দেন।

পুলিশ বলছে, ওই বিমানেরই টিকিট কাটা ছিল ট্রয়ের। তা সত্ত্বেও তিনি ঠিক কী কারণে ভুল বিমানে ওঠার দাবি করছেন, তা এখনো জানা যায়নি। আপাতত পুলিশের হেফাজতে রয়েছেন ওই যুবক। এ ঘটনার জেরে প্রায় পাঁচ ঘণ্টা বন্ধ ছিল বিমানটির ফ্লাইট। সোমবার রাত ১২টা নাগাদ ফ্লাইটটি ছেড়ে যায়।

এমটিনিউজ২৪/এম.জে/ এস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে