বুধবার, ২৮ ফেব্রুয়ারী, ২০১৮, ০৪:৩৮:০২

ক্রিকেটার কাইফ হয়ে গেলেন ‘বাস ড্রাইভার’! সামনে উঠে এলো বিস্ফোরক তথ্য!

ক্রিকেটার কাইফ হয়ে গেলেন ‘বাস ড্রাইভার’! সামনে উঠে এলো বিস্ফোরক তথ্য!

বিনোদন ডেস্ক : সালটা ২০০২। তখন ভারতীয় জাতীয় দলের অধিনায়ক সৌরভ। ন্যাটওয়েস্ট কাপের ফাইনালে সেদিন ভারতের প্রতিপক্ষ ইংল্যান্ড। সেই দলের অনেক সদস্যই হয়তো আজ বাইশ গজের বাইরে। কিন্তু হঠাৎই সেই ম্যাচের কথা উঠে এলো ভারতের সাবেক ক্রিকেটার মোহাম্মদ কাইফের কথায়।

তবে সুখের স্মৃতিচারণ নয়, বরং তিক্ততার কথাই উঠে এল এই ভারতীয় ক্রিকেটারের কথায়। সম্প্রতি টুইটারে মহম্মদ কাইফের এক ভক্ত, তাকে প্রশ্ন করেন ওই ট্রফির ফাইনালের কথা।

তাকে জিজ্ঞাসা করেন, ‘সেই ফাইনালে স্লেজিং হয়েছিল? আপনাকে কেউ কিছু বলেছিল ?’ কাইফ তার টুইটারের উত্তর দিয়ে বলেন , ‘নাসির হুসেন আমাকে বাস ড্রাইভার বলে গালাগাল করেন সেই ম্যাচে।’

সেই ফাইনালে ভারতের পক্ষে জেতা প্রায় অসম্ভব ছিল। প্রথমে ব্যাট করে ইংল্যান্ড ৩২৫ রানের লক্ষ্য রাখে ভারতের সামনে, কিন্তু ব্যাট করতে নেমে তাসের ঘরের মতো ভেঙে পরতে শুরু করে ভারতীয় ব্যাটিংলাইন আপ।

অবশেষে তরুণ কাইফ আর যুবরাজের কাঁধে ভর দিয়ে ভারত জেতে সেই ম্যাচ। জেতার পরে সৌরভের জার্সি ঘোরানোর সেই দৃশ্য তো ভারতীয় ক্রিকেটপ্রেমীদের মনে চিরকালীন হয়ে রয়েছে।
এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে