বুধবার, ২৮ ফেব্রুয়ারী, ২০১৮, ০৫:২৯:৫৪

শ্রীদেবীর মতোই রহস্যজনক মৃত্যু হয়েছে যেসব তারকাদের

শ্রীদেবীর মতোই রহস্যজনক মৃত্যু হয়েছে যেসব তারকাদের

এক্সক্লুসিভ ডেস্ক : শনিবার রাতে হঠাৎ মৃত্যুর কোলে ঢোলে পড়েন বলিউডের চাঁদনি! গোটা বিশ্ব হতবাক! শ্রীদেবীর মৃত্যু নিয়ে জট বাঁধতে থাকে রহস্য৷ তবে শুধু শ্রীদেবীই নয়, আরও তারকা রয়েছেন যাদের মৃত্যু ঘিরে তৈরি হয়েছিল নানা কৌতুহল, নানা জল্পনা।

মেরিলিন মনরো : ১৯৬২ সালে মাত্র ৩৬ বছর বয়সেই না ফেরার দেশে চলে যান মনরো। নিজের বেডরুমে মৃত অবস্থায় পাওয়া যায়। বিশটি ঘুমের ওষুধ খেয়েছিলেন।

জিমি হেনড্রিক্স : ১৯৭০ সালে মাত্র ২৭ বছর বয়সেই নিভে যায় তার জীবন প্রদীপ। অতিরিক্ত মাদক সেবন সঙ্গে ঘুমের ওষুধ। পোস্টমর্টেম রিপোর্ট বলছে, বমি আটকে শ্বাসরোধ হয়ে মৃত্যু।

জিম মরিসন : ১৯৭১ সালে মাত্র ২৭ বছর বয়সেই থমকে যায় জমি মরিসনের জীবন। অবসাদ, অতিরিক্ত মাদক সেবন। শেষের দিকে একাই থাকতেন। বাথরুমের বাথটাবে মৃত্যু। অটোপসি হয়নি।

এলভিস প্রেসলি : ১৯৭৭ সালে ৪২ বছর বয়সেই মারা যান প্রেসলি। অতিরিক্ত মাদক সেবনে শরীর ভেঙে পড়েছিল। বাথরুমের মেঝেয় মৃত অবস্থায় পাওয়া যায়।

কার্ট কোবেন : ১৯৯৪ সাল মাত্র ২৭ বছর বয়সেই না ফেরার দেশে পাড়ি দেন কোবেন। আগেও আত্মহত্যার চেষ্টা করেছিলেন। নিজের বাড়িতে মৃত অবস্থায় পাওয়া যায়। মাদকের প্রভাবে মাথায় গুলি করে আত্মহত্যা করেন।

হিথ লেজার : ২০০৮ সালে মাত্র ২৮ বছর বয়সেই অতিরিক্ত মদ ও মাদক একসঙ্গে নেওয়ার ফলে মৃত্যু হয় লেজার।

মাইকেল জ্যাকসন : ২০০৯ সাল ৫০ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমান পপ জগতের সবচেয়ে বড় সুপারস্টার মাইকেল জ্যাকসন। নিয়মিত মাদক এবং কড়া ডোজের ওষুধ। শ্বাসরোধ হয়ে মৃত্যু।

হুইটনি হাউস্টন : ২০১২ সালে ৪৮ বছর বয়সে হোটেলের বাথটাবে মৃত অবস্থায় পাওয়া যায় তাকে। পোস্টমর্টেম রিপোর্টে কোকেনের প্রভাবের উল্লেখ।

গুরু দত্ত : ১৯৬৪ সালে ৩৯ বছর বয়সে মারা যান তিনি। আগে দুবার আত্মহত্যার চেষ্টা করেছিলেন। অ্যালকোহল আর ঘুমের ওষুধ একসঙ্গে খেয়েছিলেন। তাতেই মৃত্যু।

মীনা কুমারী : ১৯৭২ সালে ৩৮ বছর বয়সেই বলিউডের অন্যতম জনপ্রিয় এই অভিনেত্রী মারা যান। অবসাদ থেকে অতিরিক্ত মদ্যপান। লিভার সিরোসিসে মৃত্যু।

দিব্যা ভারতী : ১৯৯৩ মাত্র ১৯ বছর বয়সেই সেই সময়ে সাড়া জাগানো তারকা দিব্যার মৃত্যুও সেদিন থমকে দিয়েছিল গোটা বলিউড জগৎকে। পাঁচতলার ব্যালকনি থেকে পড়ে মৃত্যু। মদের প্রভাবে আত্মহত্যা, না কেউ ঠেলে ফেলে দিয়েছিল। তা আজও প্রমাণ হয়নি।

মনমোহন দেশাই : ১৯৯৪ সালে ৫৭ বছর বয়সে মৃত্যু। অবসাদে ভুগছিলেন। ব্যালকনি থেকে পড়ে মৃত্যু। আত্মহত্যা কিনা তা আজও অজানা।

সিল্ক স্মিথা : ১৯৯৬ সালে মাত্র ৩৫ বছর বয়সে মৃত্যু। অবসাদ থেকে আত্মহত্যা।

নাফিসা জোসেফ : ২০০৪ সালে মাত্র ২৬ বছর বয়সে চলে যা এই অভিনেত্রী। বিয়ে ভেঙে যাওয়ায় অবসাদ ভূগে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন।

পারভিন ববি : ২০০৫ সালে ৫৫ বছর বয়সে মৃত্যু। একা থাকতেন। তিনদিন পরে মৃত্যুর খবর পাওয়া যায়। পোস্টমর্টেমে পাকস্থলীতে কোনও খাবার পাওয়া যায়নি। তবে অ্যালকোহল মিলেছিল।

জিয়া খান : ২০১৩ সালে মাত্র ২৫ বছর বয়সেই নিজের বেডরুমে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। আত্মহত্যার ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে মুম্বাইয়ের পুলিশ বলিউডের অভিনেতা অদিত্য পাঞ্চোলির ছেলে সুরজকে গ্রেপ্তার করেছে। পরে ছেড়ে দিলো মামলাটি এখনো চলমান।

এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে