বৃহস্পতিবার, ০১ মার্চ, ২০১৮, ০৬:২০:২৩

ভবিষ্যতের গাড়ি এটাই!

ভবিষ্যতের গাড়ি এটাই!

এক্সক্লুসিভ ডেস্ক : ফর্মুলা ই প্রতিযোগিতার কথা এখনো যদি না জানেন তাহলে জেনে নিন। এটি বৈদ্যুতিক গাড়ির গতির প্রতিযোগিতা।  প্রচণ্ড গতিতে ব্যাটারিচালিত গাড়িগুলো প্রতিযোগিতা করছে বেশ কিছুদিন ধরেই। ব্যাটারিচালিত গাড়ির যে এত বিপুল সম্ভাবনা রয়েছে, তা আগে অনেকেই বুঝতে পারেননি।

এখন বিশেষজ্ঞরা বলছেন, ভবিষ্যতের গাড়ি হতে যাচ্ছে এগুলোই। তেলচালিত গাড়ি আর চলবে না অদূর ভবিষ্যতে।

সম্প্রতি ফর্মুলা ই রেসিং গাড়ির প্রতিযোগিতায় নতুন মাত্রা পাচ্ছে নতুন গাড়ির আগমনে। এ গাড়িগুলো আগের তুলনায় সবদিক দিয়েই উন্নত ও দৃষ্টিনন্দন।

ফর্মুলা ই-র জন্য দ্বিতীয় প্রজন্মের গাড়ি ‘জেন২’ সম্প্রতি প্রদর্শিত হয়েছে। আগের তুলনায় অনেক শক্তিশালী ও কার্যকর এগুলো।

আগের প্রজন্মের রেসিং গাড়িতে উন্মুক্ত চাকা থাকলেও ফর্মুলা ই জেন ২ গাড়িতে আর সেটি রাখা হয়নি। ফলে গাড়িগুলো আগের তুলনায় বেশি অ্যারোডায়নামিক হবে।

গাড়ির রেসে গাড়িগুলোকে বেশ কিছুক্ষণ একটানা চলতে হয়। এ সময় আগের প্রজন্মের গাড়িগুলোর বৈদ্যুতিক চার্জ শেষ হয়ে যেত। তবে এবারের গাড়িতে উন্নত প্রযুক্তির ব্যাটারি ব্যবহৃত হওয়ায় তার আর প্রয়োজন হবে না।

আগামী ৬ মার্চ জেনেভা মটর শোতে এ গাড়ি প্রদর্শন করা হবে। সে সময় গাড়িটির বিস্তারিত তথ্যও জানানো হবে।
সূত্র : সিএনএন
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে