এক্সক্লুসিভ ডেস্ক : অদ্ভুত এক বাহন এটি। নির্মাতা প্রতিষ্ঠান এর নাম দিয়েছে ‘এয়ারফিশ ৮’। জলযান হলেও ঠিক জলযান নয়, কারণ পানির ওপর দিয়ে এটি ভেসে ভেসে যায়।
প্রচণ্ড গতিতে এটি পানির ওপর দিয়ে উড়ে উড়ে যায়। আটজন যাত্রী বহন করে ১৯৬ কিলোমিটার গতি উঠাতে পারে সহজেই।
এয়ারফিশ ৮ ওড়ার জন্য পানির ওপর আধা কিলোমিটার (৫০০ মিটার) এলাকা প্রয়োজন হয়। একবার ওড়া শুরু করলে এটি ৯২৬ কিলোমিটার দূর পর্যন্ত উড়ে যেতে পারে পানির ওপর দিয়ে। এরপর নামার জন্যও আধা কিলোমিটার এলাকা প্রয়োজন হয়।
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস