শুক্রবার, ০২ মার্চ, ২০১৮, ০৭:২১:১১

ক্যারিয়ারে একটিমাত্র ওয়ানডে খেলেছেন এই ৫ ক্রিকেটার

ক্যারিয়ারে একটিমাত্র ওয়ানডে খেলেছেন এই ৫ ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক :  ঘরোয়া ক্রিকেট আর আন্তর্জাতিক ক্রিকেটের মধ্যে আছে আকাশ-পাতাল পার্থক্য। কথাটি বাংলাদেশে ক্ষেত্রে খুব বেশি করে প্রযোজ্য। পার্শবর্তী দেশ ভারতের ঘরোয়া ক্রিকেট এখন রমরমা হলেও একসময় তাদের অবস্থাও সুবিধার ছিল না।

ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফর্ম করা অনেক ক্রিকেটারই জাতীয় দলের হয়ে কিছুই করতে পারেননি। অনেকের ক্যারিয়ার মাত্র ১টি ওয়ানডেতেই থেমে গেছে। তেমনই কয়েকজনের পরিচয় তুলে ধরা হলো পাঠকদের জন্য ।  ক্যারিয়ারে একটিমাত্র ওয়ানডে খেলেছেন এই ৫ ক্রিকেটার :-

►► ভগবত চন্দ্রশেখর: টেস্ট ক্রিকেটে ধারাবাহিকভাবে ভালো পারফর্ম করলেও ভারতের হয়ে একটি মাত্র ওয়ানডে ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন ভগবত চন্দ্রশেখর। ১৯৬৪ সালে মুম্বাইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে সেই ম্যাচে চন্দ্রশেখরের পারফরম্যান্স কিন্তু একেবারে খারাপ ছিল না।

৭ ওভারে ৩৬ রানে ৩ উইকেট নিয়েছিলেন তিনি। তারপরেও অজানা কারণে তাকে আর বিবেচনা করা হয়নি। তবে ভারতের হয়ে ১৯৬৪ থেকে ১৯৭৯ সাল পর্যন্ত ১৫ বছরে মোট ৫৮টি টেস্ট খেলেছেন ভগবত।

►► পঙ্কজ ধারমানি: ঘরোয়া ক্রিকেটে ভালো পারফর্মেন্স করেও ভারতের হয়ে মাত্র ১টি ওয়ানডে ম্যাচ খেলার সুযোগ হয়েছে পাঞ্জাবের এই উইকেটকিপার ব্যাটসম্যানের। ১৯৯৬ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়পুরে অনুষ্ঠিত ওই ম্যাচে ৮ বলে ৮ রান করেছিলেন তিনি।

►► পারভেজ রসুল: ঘরোয়া ক্রিকেটে আলো ছড়িয়ে ২০১৪ সালে বাংলাদেশ সফরের প্রথম ম্যাচে ভারত একাদশে জায়গা করে নেন কাশ্মীরের এই অল-রাউন্ডার। ২০১৪ সালের ১৫ জানুয়ারি অনুষ্ঠিত ওই ম্যাচে ১০ ওভার বল করে ৬০ রান দিয়ে ২টি উইকেটও নেন তিনি। তবো এরপর আর জাতীয় দলের দরজা খোলেনি রসুলের জন্য।  

► ► পঙ্কজ সিং: ২০১০ সালে ভারতীয় দলে সুযোগ পান পঙ্কজ। হারারেতে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে অভিষেক হয় তার। ওই ম্যাচে পঙ্কজের বোলিং ফিগার ছিল ৭-০-৪৫-০। উইকেট না পেলেও পঙ্কজের বল খেলতে সমস্যা হয়েছিল শ্রীলঙ্কার ব্যাটসম্যানদের। তবে এই ম্যাচের পর আর ভারতের জাতীয় দলে জায়গা হয়নি তার।

►► ডোডা গণেশ: নব্বইয়ের দশকে ভারতের ঘরোয়া ক্রিকেটে সাড়া জাগানো নাম ছিল ডোডা গণেশ। ১৯৯৬-৯৭ মৌসুমে দক্ষিণ আফ্রিকা এবং জিম্বাবুয়ে সফরে ভারতীয় দলে সুযোগ পান তিনি। তার ওয়ানডে অভিষেক হয় জিম্বাবুয়ের বিপক্ষে বুলাবায়োতে। ওই ম্যাচে ৫ ওভারে ২০ রান দিয়ে তুলে নেন ১ উইকেট। তবে সেটাই ছিল তার আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম এবং শেষ ম্যাচ।

এমটিনিউজ২৪/এম.জে/ এস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে