এক্সক্লুসিভ ডেস্ক : কম্পিউটার ছাড়াই কম্পিউটার শিক্ষার ক্লাস নিচ্ছেন ঘানার এক শিক্ষক। সম্প্রতি ইন্টারনেটে ভাইরাল হয়েছে রিচার্ড আপিয় আকাটো নামের ওই শিক্ষকের ক্লাস রুমের ছবি। তবে এমন ঘটনার পর তাকে কম্পিউটার সরঞ্জামাদি দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে মাইক্রোসফট।
সম্প্রতি নিজের ফেসবুক অ্যাকাউন্টে শিক্ষার্থীদের পড়ানোর সময়ের একটি ছবি শেয়ার করে ক্যাপশনে তিনি লিখেন, ঘানার ক্লাসরুমে আইসিটি শেখানোর অভিজ্ঞতা খুব মজার।
তিনি লিখেন, আমি আমার ছাত্রদের খুবই পছন্দ করি। তারা যাতে আমার ক্লাসের পড়া ভালভাবে বুঝতে পারে, তার জন্য যা করার দরকার আমি তাই করব।
তার ওই ছবি ফেসবুক ও টুইটারে ভাইরাল হয়। রেবেকা এননচং নামের এক নারী মাইক্রোসফটকে ট্যাগ করে টুইটারে ওই তথ্যটি দেয়ার পর মাইক্রোসফট কর্তৃপক্ষ ওই শিক্ষকের ক্লাসরুমে কম্পিউটার সহায়তা দেয়ার প্রতিশ্রুতি দেয়।
তার স্কুলে ২০১১ সাল থেকে কোনও কম্পিউটার নেই। কিন্তু শিক্ষার্থীদের তথ্যপ্রযুক্তির ওপর একটি বিষয়ে পরীক্ষা নেয়া হয়। সেজন্যই এই অভিনব উদ্যোগ নিয়েছিলেন তিনি।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস