রবিবার, ০৪ মার্চ, ২০১৮, ০৪:০০:৩৮

চা বিক্রি করে মাসে আয় ১২ লাখ টাকা! ইতিহাস গড়ে চলেছেন এই যুবক

চা বিক্রি করে মাসে আয় ১২ লাখ টাকা! ইতিহাস গড়ে চলেছেন এই যুবক

এক্সক্লুসিভ ডেস্ক : চা বিক্রি করে মাসে আয় ১২ লাখ টাকা! ইতিহাস গড়ে চলেছেন এই যুবক। হাজার নয়, ঠিকই দেখছেন। ১২ লাখ টাকা মাসে রোজগার। পুণের নবনাথ ইউলের এমন কীর্তি এখন আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে সোশাল মিডিয়া থেকে স্থানীয় পত্র-পত্রিকায়।

বছর কয়েক আগে পুণে শহরে একটি চায়ের দোকান দিয়ে রোজগার শুরু করেছিলেন ইউলে। শুরুতে রোজগার ছিল খুবই সামান্য। তা দিয়ে সংসার চালানো খুবই কঠিন ছিল। কিন্তু হার না মেনে ধীরে ধীরে তিনি নিজের ব্যবসায় মনোনিবেশ করতে থাকেন।

অবশেষে সাফল্য আসতে শুরু হয়। চায়ের পাশাপাশি তাঁর দোকানে মিলতে থাকে নানা ধরনের চপ। বর্তমানে পুণে শহরজুড়ে তিনটি চায়ের স্টল রয়েছে ইউলের। প্রতিটি স্টলে ১২জন করে কর্মী কাজ করেন।

প্রতিটি দোকানে দৈনিক ৩-৪ হাজার কাপ চা বিক্রি হয়। প্রতিটি দোকানে ১০-১২ জন কর্মচারী রয়েছেন। ভবিষ্যতে আরো শাখা বাড়িয়ে কয়েক হাজার মানুষের কর্মস্থান করাই তাদের লক্ষ্য।

ইউলের দাবি, চায়ের দোকান করে এই পর্যায়ে ব্যবসা করা সম্ভব খুব সহজেই। কিন্তু তার জন্য প্রয়োজন কঠোর পরিশ্রম। আগামী দিনে তিনি ভারতের বাইরেও নিজের চায়ের স্টল খুলতে চান। দূর করতে চান বেকারত্ব। -জি নিউজ

এমটিনিউজ২৪/এম.জে/ এস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে