সোমবার, ০৫ মার্চ, ২০১৮, ০৯:৩৩:১৭

ঘণ্টায় ছুটবে ৬০০ কিলোমিটার!

ঘণ্টায় ছুটবে ৬০০ কিলোমিটার!

এক্সক্লুসিভ ডেস্ক: ঘণ্টায় ৪০০ কিলোমিটার ছুটবে- এমন গতিসম্পন্ন নতুন বুলেট ট্রেন বানাচ্ছে চীন। দেশটিতে দ্রুত গতির রেলওয়ে প্রযুক্তির উন্নয়ন নিয়ে কাজ করা এক শীর্ষ কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

চাইনিজ একাডেমি অব ইঞ্জিনিয়ারিংয়ের গবেষক দিং রংজুন জানান, চীন পরবর্তী প্রজন্মের জন্য সর্বোচ্চ ৬০০ কিলোমিটার গতির চুম্বক গতির ট্রেন বানাতে গবেষণা করছে।

দিং বলেন, ট্রেনের সঙ্গে টিভি সিগনালকে কীভাবে সংযুক্ত করা যায় বর্তমানে আমরা সেটার ওপর বেশি গুরুত্ব দিচ্ছি।

তিনি আরও জানান, ভবিষ্যতে এ ধরনের ট্রেনে স্বয়ংক্রিয় পদ্ধতি এবং চালকবিহীন প্রযুক্তি ব্যবহার করা হবে।

চীনে বর্তমানে সর্বোচ্চ ৩৫০ কিলোমিটার গতির বুলেট ট্রেন চালু রয়েছে। ২০১৭ সালের ২১ সেপ্টেম্বর বেইজিং ও সাংহাইয়ের মধ্যে ফুজিং বুলেট ট্রেন চালুর পর চীনে এ গতি যুক্ত হয়েছে। এগুলো চীনে কিছু প্রদেশে চলাচল করে।

দিং জানান, উচ্চ গতির এই বুলেট ট্রেন আগামীতে চীনের উদ্যোগে নির্মিত ওয়ান বেল্ট রোডের সঙ্গে সংশ্লিষ্ট দেশগুলোতে চালু করা যেতে পারে।

আগামী ৫ বছরের মধ্যে ঘণ্টায় ৪০০ কিলোমিটার গতিসম্পন্ন বুলেট ট্রেন চালু হবে বলে জানান তিনি।

আর ঘণ্টায় ৬০০ কিলোমিটার গতির ট্রেনের জন্য আরও কিছু বছর অপেক্ষা করতে হবে।  
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে