বুধবার, ০৭ মার্চ, ২০১৮, ০৮:২৭:২৭

শরণার্থী শিবিরে ফের প্রেমিকার দেখা, অতঃপর রোহিঙ্গা জুটির শুভ পরিণয়

শরণার্থী শিবিরে ফের প্রেমিকার দেখা, অতঃপর রোহিঙ্গা জুটির শুভ পরিণয়

এক্সক্লুসিভ ডেস্ক : মিয়ানমার সেনাবাহিনী রোহিঙ্গা নিধন শুরু করলে তারা দু'জনই জীবন বাঁচাতে পালিয়ে আসেন বাংলাদেশে। আশ্রয় নেন রোহিঙ্গা শরণার্থী শিবিরে। এর আগে রাখাইন রাজ্যে তারা নাগরিকত্ব না পেলেও দিন পার হচ্ছিল ভালোভাবেই।

হঠাৎ করেই রোহিঙ্গা নিধনের জেরে একে অপরকে হারিয়ে ফেলেন। জানা যায়, প্রায় দুই বছর ধরে চুটিয়ে প্রেম করার পর বিয়ের সিদ্ধান্তও নিয়েছিলেন তারা। এরপর যখন প্রেমিক মুহাম্মদ জোবায়ের ভেবেছিলেন, তার প্রেমিকাকে হয়তো আর কোনোদিনই খুঁজে পাবেন না। প্রেমিকা নূর বেগমও সেরকম ধারণাই করেছিলেন।  

তবে বাংলাদেশে এসে শরণার্থী শিবিরে তারা একে অপরকে খুঁজে পান। আবারো চলতে থাকে তাদের দু'জনের প্রেম। শরণার্থী জীবনেও তাই সিদ্ধান্ত নেন ঘর বাঁধার। সীমানা পেরিয়ে ক্যাম্পে এসেই ঘর বাঁধার সিদ্ধান্ত নিয়েছেন এই রোহিঙ্গা জুটি।

প্রতিবেশি রোহিঙ্গাদের সহায়তায় করা হয় বিয়ের আয়োজন। ধুমধাম করে না পারলেও অল্পবিস্তর আয়োজন ছিল সেখানে। সাদামাটা পোশাকে আসতে দেখা যায় বরকে। তবে তা নিয়ে আক্ষেপ নেই তাদের। অনিশ্চিত এক ভবিষ্যতের মধ্যেও তাদের এই শুভ পরিণয় যেন বেঁচে থাকার এক অন্যতম উপদান হয়ে রইল।

এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে