এক্সক্লুসিভ ডেস্ক : ওয়াইফাই সংযোগ বন্ধ করে স্বামীকে ঘুমাতে যাওয়ার কথা বলায় স্ত্রী’কে বেদম পিটিয়েছেন এক ব্যক্তি। ভারতের হায়দ্রাবাদের সোমাজিগুদা এলাকায় ঘটছে এমন ঘটনা।
ঘুমানোর আগে স্ত্রী মাত্র এই একটি কথা বলতেই তাকে বেদম পিটিয়েছেন তার স্বামী । পুলিশের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, রেশমা সুলতানা নামের ওই নারী বুধবার রাতে ঘরের ওয়াইফাই সংযোগ বন্ধ করে দেন। এতে তার স্বামী ক্ষিপ্ত তাকে বেদম প্রহার করেন। এ ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করেছেন রেশমার মা।
এ ঘটনার পর সুলতানা নামের ওই নারীকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিন সন্তানের এই জননীর বুক, মুখ ও মাথায় আঘাত করেছেন ওই ব্যক্তি।
এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, এই দম্পতির মধ্যে বৈবাহিক সম্পর্ক থেকে আগে থেকেই বিরোধ ছিল। এই ঘটনায় অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের ও গ্রেফতারের আগে তাদের বিরোধ নিষ্পত্তির জন্য আলোচনা চলছে।
এমটিনিউজ২৪/এম.জে/ এস