বিনোদন ডেস্ক : তারকা হওয়ার ইচ্ছে কমবেশি সব অভিনয়শিল্পীরই থাকে। কেই সফল হন আবার কেউ হন না। এই যেমন বলিউডের রাকেশ রোশন, পূজা ভাট, আশুতোষ গোয়াড়িকারের মতো অনেক পরিচালক এক সময় অভিনয়শিল্পী হিসেবে কাজ করতেন।
তবে, বলিউডের পর্দায় তাঁরা সফল হন নি। এরপর পর্দার আড়ালে থেকে নির্দেশনা দেয়া শুরু করলেন। এখানে কিন্তু তারা ফ্লপ নয়, বরং হিট হয়েছেন। অনেক ব্যবসা সফল ছবি নির্মাণ করে তারকা খ্যাতিও পেয়েছেন। চলুন দেখে নেই-
আরবাজ খান : সুপারস্টার সালমান খানের ভাই হয়েও অভিনয়ে খুব একটা সফল হননি আরবাজ খান। তার অভিনয় দক্ষতা দর্শকদের মুগ্ধ করতে পারেনি। ক্যারিয়ারে প্রায় ৪০টির মতো ছবিতে অভিনয় করলেও খুব একটা সফল হননি। এরপর ‘দাবাং’ এবং দাবাং ২’ ছবি পরিচালনা করে বেশ নাম করেছেন আরবাজ।
রাকেশ রোশন : আশির দশকে বেশ হ্যান্ডসাম নায়ক হিসেবেই চলচ্চিত্রে আবির্ভাব ঘটেছিল এই পরিচালকের। যদিও বেশীরভাগ ছবিতে পার্শ্ব নায়ক হিসেবেই তাকে দেখা যেত। এরপর অভিনয় ছেড়ে পরিচালনায় নাম লেখান তিনি। এ পর্যন্ত করন অর্জুন, ‘কাহনা প্যায়ার হ্যায়’, ‘কয়ি মিল গ্যায়া’ ‘কৃশ’সহ অসংখ্য ব্যাবসা সফল ছবি উপহার দিয়েছেন রাকেশ রোশন।
জুগল হাঁন্সরাজ : আকর্ষণীয় চোখের অধিকারী এই নায়ক অভিনয়ে দর্শকের মন কাড়তে পারেননি। এরপর ‘রোডসাইড রোমিও’ ছবির মাধ্যমে পরিচালনায় নামেন জুগল। ২০১০ সালে তার পরিচালিত ছবি ‘প্যায়ার ইম্পসিবল’ দারুণ ব্যাবসাসফল হয়।
আশুতোষ গয়াড়িকার : বলিউডের অন্যতম সফল পরিচালক তিনি। অথচ এক সময় তিনি অভিনেতা হওয়ার স্বপ্ন দেখতেন। আশির দশকে অসংখ্য ছবিতে অভিনয় করেছেন। কিন্তু সেভাবে সফল হতে পারেননি। তার পরিচালিত প্রথম ছবি ‘প্যাহলা নেশা’ মুক্তি পায় ১৯৯৩ সালে। এরপর ‘লগান’, ‘যোদ্ধা আকবর’, ‘স্বদেশ’ এর মতো জনপ্রিয় এবং ব্যবসাসফল ছবি উপহার দিয়েছেন এই পরিচালক।
পূজা ভাট : অভিনয়শিল্পী হিসেবে ক্যারিয়ারে ‘সাদাক’, ‘দিল হ্যায় কি মানতা নেহি’ ছবি ছাড়া তেমন কোনো হিট ছবি নেই মহেশ ভাট কন্যার। সে হিসেবে তিনি ফ্লপ অভিনেত্রী হিসেবেই বিবেচিত। এরপর পরিচালনায় হাত দিয়ে ‘পাপ’, ‘রোগ’, ‘জিসম ২’ ও ‘দুশমন’সহ অনেকগুলো ব্যবসাসফল ছবি উপহার দিয়েছেন পূজা।
অভিষেক কাপুর : ১৯৯৭ সালে ‘উফ! ইয়ে মহাব্বত’ ছবিতে টুইংকেল খান্নার বিপরীতে অভিনয় করেছিলেন অভিষেক। কিন্তু ছবিটি ব্যবসাসফল না হওয়ায় অভিনয় থেকে ছিটকে পড়েন তিনি। অভিনয় ছেড়ে পরিচালনায় এসে ‘কয়ি পুচে’, ‘রক অন’ ও ‘ফিতুর’ এর মতো বেশ কিছু জনপ্রিয় ছবি উপহার দিয়েছেন।
সুভাষ ঘাই : সত্তরের দশকে ‘তাকদির’ ‘আরাধনা’ এর মতো ছবিতে ছোট ছোট চরিত্রে অভিনয় করতেন বলিউডের এই কিংবদন্তি পরিচালক। এছাড়া ‘উমাং’ ও ‘গোমড়া’ ছবিতে তাকে কেন্দ্রীয় চরিত্রেও দেখা গেছে। কিন্তু অভিনয়শিল্পী হিসেবে ক্যারিয়ারে খুব একটা আলোর মুখ দেখেননি তিনি। এরপর পরিচালনায় নেমে ‘রাম লক্ষণ’, ‘পরদেশ’ ও ‘তাল’সহ অসংখ্য জনপ্রিয় এবং ব্যবসাসফল ছবি উপহার দিয়েছেন সুভাষ ঘাই।
এমটিনিউজ/এসএস