দুর্ঘটনা কখনো কাউকে জানিয়ে আসে না। তবে উপস্থিত বুদ্ধির কারণে প্রতিকূলতা উপেক্ষা করেও মানুষ জয়ী হওয়ার উদাহরণ অনেক। সে কারণে পরিস্থিতির চাপে আতঙ্কিত না হয়ে নিজের ওপর বিশ্বাস রাখাটা জরুরি। স্টান্ট পাইলট চ্যাড বারবার সেই চরম আত্মনিয়ন্ত্রণেরই প্রমাণ রাখলেন।
ওই বিমান চালকের একটি ভিডিও ইতোমধ্যেই সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হয়ে গেছে। ‘পিটস্ স্পেশাল’ অ্যারোব্যাটিক বিমানে স্টান্ট প্রাকটিস করছিলেন ফ্লোরিডার বাসিন্দা বারবার।
উড়ন্ত অবস্থায় ঘড়ির কাঁটার দিক অনুযায়ী বিমানটি নিয়ে চার বার চক্কর দেন তিনি। ভিডিওতে উলম্ব অবস্থায়ও ক্ষণিকের জন্য দাঁড়াতে দেখা গেছে বিমানটিকে। তবে তারপরেই ঘটে বিপদ।
জানা গেছে, বিমানের তেলের ট্যাঙ্কে সাত গ্যালন তেল ছিল। কিন্তু বিমানের ফুয়েল ফ্লপ টিউবটি ওই ট্যাঙ্ক থেকে পর্যাপ্ত পরিমাণ তেল শোষণ করতে পারছিল না। সে কারণে মাঝপথেই বন্ধ হয়ে যায় বিমানের ইঞ্জিন।
প্রায় ৪৫ সেকেন্ডের জন্য বন্ধ ছিল ইঞ্জিনটি। বিমানটি তীব্র বেগে আকাশ থেকে দুই হাজার চারশ ফুট নীচে নেমে আসে। কিন্তু তখনো আশা ছাড়েননি বারবার। বিমান চালু করার প্রাণপণ চেষ্টা করে গেছেন তিনি শেষ মুহূর্ত পর্যন্ত। তার পরের ঘটনা সত্যিই অভাবনীয়।
তুমুল বেগে ভূপৃষ্ঠের দিকে ধেয়ে আসা বিমানটি আপনা-আপনিই চালু হয়ে যায়। তাই এই যাত্রার মতো প্রাণ হারাতে হয়নি বারবারকে।
ভিডিওটি নিজের ইউটিউব চ্যানেলে পোস্ট করেছিলেন বারবার। পোস্টে লিখেছিলেন যে, বিমানের ফুয়েল ফ্লপ টিউবটি বদলানো হয়েছে। পর্যাপ্ত তেলের অভাবেই দুর্ঘটনা ঘটতে যাচ্ছিল। তাই এখন থেকে ১০ গ্যালন তেল ছাড়া কোনো স্টান্ট করবেন না তিনি। তবে ঘটনাটি কোন দেশের তা জানা যায়নি।
এমটি নিউজ/এপি/ডিসি