সোমবার, ২৬ মার্চ, ২০১৮, ১১:০০:৫৬

কেন মাথা ন্যাড়া করেছিলেন তাঁরা?

কেন মাথা ন্যাড়া করেছিলেন তাঁরা?

বিনোদন ডেস্ক: চরিত্রের প্রয়োজনে কত কিছুই না করেন বলিউড তারকারা। মেকআপ নিয়ে চেহারায় পরিবর্তন আনা, দেহের ওজন বাড়ানো কমানো, পোশাকে পরিবর্তন এমনকি মাথাও ন্যাড়া করতে হয় বিভিন্ন সময়। কিন্তু পুরুষ অভিনেতাদের ন্যাড়া মাথায় যতটা দেখা যায় ততটা নারী অভিনেত্রীদের বেলায় দেখা যায় না। তবে চরিত্রকে বাস্তবসন্মত করে তুলতে বলিউডের কিছু অভিনেত্রী চুল ছেঁটে পর্দায় উপস্থিত হয়েছেন। চলুন দেখে নেই:

শিল্পা শেঠি
২০১০ সালে মুক্তিপ্রাপ্ত ‘দ্য ডিসায়ার’ ছবিতে একজন প্রগতিশীল সংস্কৃতিকর্মী নারীর চরিত্রে অভিনয় করেছিলেন শিল্পা। ছবিতে চরিত্রের প্রয়োজনে তাঁকে মাথা ন্যাড়া করতে হয়েছিল।

অন্তরা মালি
‘কোম্পানি’ খ্যাত এই অভিনেত্রী ‘অ্যান্ড ওয়ান্স অ্যাগেইন’ ছবিতে কাজ করতে গিয়ে মাথার চুল ছেঁটে ফেলেছিলেন। ২০১০ সালে আমুল পালেকারের পরিচালনায় ২০১০ সালে মুক্তিপ্রাপ্ত ওই ছবিতে একজন সিকিমের একজন সন্ন্যাসিনীর ভূমিকায় অভিনয় করেছিলেন অন্তরা।

লিসা রে
২০০৫ সালে ‘ওয়াটার’ ছবির জন্য মাথার চুল ফেলে দিয়েছিলেন তিনি। শ্রীলঙ্কার মনোরম পরিবেশে নির্মিত এই ছবিতে একজন বিধবা নারীর চরিত্রে অভিনয় করেছেন লিসা।

নন্দিতা দাস
খ্যাতিমান এই অভিনেত্রী ও পরিচালক একই ছবির জন্য মাথার চুল ফেলে দিয়েছিলেন। কিন্তু পরবর্তীতে তাঁকে ‘ওয়াটার’ ছবি থেকে বাদ দেয়া হয়।

শাবানা আজমি
‘ওয়াটার’ ছবিতে তাঁকেও একটি বিশেষ চরিত্রের জন্য মাথা ন্যাড়া করতে হয়েছিল। পরবর্তীতে ছবিটি নিয়ে কিছুটা বিতর্ক দেখা দিলে শুটিং বন্ধ হয়ে যায়। এরপর শাবান নিজেই ওই ছবি থেকে নিজের নাম কেটে দেন।

তানভি আজমি
‘বাজীরাও মাস্তানি’ রণবীর সিংয়ের মায়ের চরিত্রে অভিনয় করেছেন এই অভিনেত্রী। ছবিতে চরিত্রের প্রয়োজনে তাঁকে ন্যাড়া হতে হয়েছিল। ছবিতে তিনি ‘রাধাবলি’ চরিত্রে অসাধারণ অভিনয়ের জন্য জাতীয় পুরস্কার জিতেন।

আনুশকা শর্মা
করন জোহর পরিচালিত ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবিতে একজন ক্যান্সার আক্রান্ত মেয়ের চরিত্রে অভিনয় করেছিলেন আনুশকা। ওই চরিত্রের জন্য তাঁকে মাথা ন্যাড়া করতে হয়েছিল।

প্রিয়াঙ্কা চোপড়া
২০১৪ সালে মুক্তি পাওয়া ‘মেরি কম’ ছবিতে একজন বক্সারের চরিত্রে অসাধারণ অভিনয় করেছিলেন প্রিয়াঙ্কা। অমাং কুমার পরিচালিত এই ছবির একটি দৃশ্যের জন্য মাথার সব চুল ফেলে দিতে হয়েছিল প্রিয়াঙ্কাকে।
এমটি নিউজ/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে