শনিবার, ৩১ মার্চ, ২০১৮, ০৯:২৯:২৭

যুবকের পেট কাটতেই যেসব জিনিস চোখে পড়ল, তা দেখে অবাক চিকিৎসকরা!

যুবকের পেট কাটতেই যেসব জিনিস চোখে পড়ল, তা দেখে অবাক চিকিৎসকরা!

এক্সক্লুসিভ ডেস্ক : অপারেশন করে তো চিকিৎসকরা তাজ্জব বনে গেছেন। রোগীর পেটের ভেতরে আস্ত চামচ, লোহার রডের টুকরা, সুচ পাওয়া গেছে। ভারতের বালুরঘাটের ওই বাসিন্দা আংশিক মানসিক ভারসাম্যহীন।

জানা গেছে, রোগী রবি দাসের পেট থেকে মিলেছে এমনই সব সাংসারিক জিনিস। প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় অস্ত্রোপচারে সফল হয়েছেন চিকিৎসকরা। মালদহ মেডিক্যাল কলেজের এই ঘটনায় হইচই পড়ে গেছে চিকিৎসক মহলে। গত মঙ্গলবার মালদহে বোনের বাড়ি বেড়াতে গিয়ে হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন বালুরঘাটের মঙ্গলপুরের বাসিন্দা ২২ বছরের যুবক তরুণ রবিদাস।

পেট ব্যথার পাশাপাশি রক্তবমি হতে থাকে তার। তড়িঘড়ি করে তাকে নিয়ে যাওয়া হয় বুলবুলচণ্ডী গ্রামীন হাসপাতালে। সেখান থেকে চিকিৎসকরা তাকে পাঠান মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে।

প্রাথমিক চিকিৎসায় তার রক্ত স্বল্পতার সমস্যা ধরা পড়ে। কিন্তু ২২ বছরের যুবকের রক্ত স্বল্পতার কারণ কী হতে পারে এ নিয়ে সংশয় তৈরি হয় চিকিৎসকদের মধ্যে।

পরে এক্সরে করে পেটের ভেতরে ধাতব জিনিসের অস্তিত্ব খুঁজে পান চিকিৎসকরা। কিন্তু সেগুলি ঠিক কী তখন পর্যন্ত তা অজানাই ছিল চিকিৎসকদের কাছে। শেষ পর্যন্ত অস্ত্রপচারের সিদ্ধান্ত নিয়ে গড়া হয় পাঁচ সদস্যের মেডিক্যাল টিম।

শুক্রবার দুপুর সাড়ে ১১টা থেকে অপারেশন শুরু করে চিকিৎসক দল। কিন্তু পেট কাটতেই ভেতরেই যেসব জিনিস চোখে পড়ে তা প্রথমে বিশ্বাসই করতে পারেননি খোদ চিকিৎসকেরাই। দেখে অবাক চিকিৎসকরা!।

দেখা যায় পাকস্থলী ও বৃহদান্তের ভেতরে রয়েছে দু’টি চামচ, যার মধ্যে একটি আবার গোটা। এছাড়াও ছয় ইঞ্চি লোহার রড এবং সুচ। কী করে ওই যুবক এসব জিনিস খেয়ে ফেলল, কীভাবে খাদ্যনালির ভেতর দিয়ে এগুলো যেতে পারল, কী করেই বা মাসের পর মাস এগুলো পেটের ভিতরে রয়ে গেল তা নিয়ে বিস্ময় চেপে রাখেননি চিকিৎসকরা।

এমটিনিউজ২৪/এম.জে/ এস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে