রবিবার, ০১ এপ্রিল, ২০১৮, ০৬:২৪:৪৭

৭৫ বছর পর ভাসল বিশ্বযুদ্ধে ডুবে যাওয়া জাহাজ!

 ৭৫ বছর পর ভাসল বিশ্বযুদ্ধে ডুবে যাওয়া জাহাজ!

এক্সক্লুসিভ ডেস্ক : ৭৫ বছর আগে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন জাপানের বিমান হামলায় বোমার আঘাতে ডুবে যাওয়া একটি ব্রিটিশ যাত্রীবাহী জাহাজ উদ্ধার করেছে শ্রী লঙ্কার নৌবাহিনী।

১৯৪২ সালে ডুবে যাওয়ার সময় দ্য এসএস সাগাইং নামের ওই জাহাজের যাত্রী ও পণ্যের বেশির ভাগই উদ্ধার করা সম্ভব হয়েছিল। শনিবার শ্রী লঙ্কার উপকূল থেকে দেশটির নৌবাহিনীর ডুবুরিরা সেটি ভাসিয়ে তুলতে সক্ষম হন।

ত্রিনকোমালি পোতাশ্রয়ে পানির ৩৫ ফুট (১০.৭ মিটার) গভীরে জাহাজটি ডুবে ছিল।
 
শ্রী লঙ্কার পূর্বাঞ্চলীয় নৌ কমান্ড ইউনিট এই উদ্ধার অভিযান পরিচালনা করে এবং এটি সম্পন্ন করতে তাদের কয়েক মাস লেগে যায়।

শ্রী লঙ্কার নৌবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, ৪৫২ ফুট দীর্ঘ জাহাজটি উদ্ধারের আগে এর অবকাঠামো সুসংহতের কাজ করা হয়, যেটি ২০১৭ সালের ১১ সেপ্টেম্বর শুরু হয়েছিল। ডুবুরিরা সাগরের তলে জাহাজটি পানিশূন্য করার জন্য এর চারদিকে একটি কৃত্রিম ঘের তৈরি করে।
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে