এক্সক্লুসিভ ডেস্ক : ‘রেলস্টেশনে মা’কে ফেলে আসা’ নিউজটি ভুয়া প্রমাণ করলেন ৩৬তম বিসিএসে শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত আব্দুল্লাহ আল মামুন।
সত্যতা যাচাই না করে এসব গল্প শেয়ার করলে নিজের গ্রহণযোগ্যতাই কমবে উল্লেখ করতে গিয়ে তিনি নিজের ফেসবুকে লিখেছেন, ‘একজন বিসিএস ক্যাডার কর্মকর্তা তার মাকে রেলস্টেশনে রেখে পালিয়ে গেছেন’ – এমন একটি নিউজ একটি পত্রিকায় প্রকাশিত হবার পর সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে ইতোমধ্যে।’
ক্যাডার‘একশ্রেণির সচেতন মানুষ, এর সত্যতা যাচাই না করেই তোলপাড় শুরু করেছেন। প্রথমত, একজনের ফেবু পোস্টের রেফারেন্সে গল্পটি তৈরি হয়েছে। যিনি কৌশলে ‘মা ছেলের পরিচয় প্রকাশে নিষেধ করেছেন’ বলে অভিযুক্তের পরিচয় এড়িয়ে গেছেন, যাতে সমস্যা এড়ানো যায়।’
‘দ্বিতীয়ত, গল্পে যে ছবি ব্যবহৃত হয়েছে সেটি ভারতের একটি বৃদ্ধাশ্রমের প্রকাশিত ছবি থেকে নেয়া হয়েছে। তৃতীয়ত, স্টেশনে ফেলে যাওয়া মাকে এভাবে কেউ চিঠি লিখে যাবে? চতুর্থত, পত্রিকাটি ফেইক নিউজ উৎপাদনে বাংলাদেশে অদ্বিতীয়।’
‘‘বিশ্বের তৃতীয় সৎ প্রধানমন্ত্রী বা বিশ্বের দ্বিতীয় মাহাথির ইত্যাদি টাইপ ফেইক গল্পগুলো এ পত্রিকার মস্তিষ্ক থেকেই উৎপাদন হয়েছে এবং সারা বাংলাদেশে ভাইরাল হয়েছে। মজার বিষয় হচ্ছে- এই গল্পটি শেয়ার করে এক ভদ্রলোক লিখেছেন, ‘এ খবর শোনার পর বিসিএস ক্যাডার না হয়ে নিজেকে গর্বিত মনে হচ্ছে। সব ক্যাডারই এমন।’ বেশ!
এ যে, সব পুরুষ জাতের অংশ হয়ে উক্ত ভদ্রলোক নিজেকে লজ্জিত ভাবছেন কি না আমাদের জানা নেই! যাহোক, এধরণের কাজ জঘণ্য, কিন্তু সত্যতা যাচাই না করে এসব গল্প শেয়ার করলে নিজের গ্রহণযোগ্যতাই কমবে।’
এমটিনিউজ২৪/এম.জে/ এস