বুধবার, ০৪ এপ্রিল, ২০১৮, ০৬:৩০:৩৩

অবশেষে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া সেই ছবির রহস্য ফাঁস!

অবশেষে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া সেই ছবির রহস্য ফাঁস!

এক্সক্লুসিভ ডেস্ক:  সোশ্যাল মিডিয়ার দৌলতে বিশ্বজুড়ে ভাইরাল হয়েছে একটি ছবি। যেখানে দেখা যাচ্ছে জঙ্গলের পথে হেঁটে যাচ্ছে একটি হাতি। তার শুঁড়ের ওপরে গুটিসুটি মেরে বসে একটি সিংহশাবক। তার পাশেই হেঁটে চলেছে শাবকটির মা।

টুইটারে সেই ছবিতে দাবি করা হয়েছিল, দক্ষিণ আফ্রিকার ক্রুগার ন্যাশনাল পার্কে মা'র সঙ্গে হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে পড়েছিল শাবকটি। তাই তাকে শুঁড়ে তুলে নেয় হাতিটি। বাকি পথ মায়ের পাশে হাতির শুঁড়ে চড়ে পাড়ি দেয় শাবকটি। কোটি কোটি শেয়ার হয় সেই ছবি।

এদিকে, সত্যিটা সামনে আসে ২৪ ঘণ্টার মধ্যেই। জানা যায়, ছবিটিতে এডিটিং সফটওয়্যার ফটোশপের সাহায্য নেওয়া হয়েছিল। কী করে ফটোশপ করা হয়েছে, সেটাও ধাপে ধাপে প্রকাশ্যে আনা হয়েছে। তবে ফটোশপের কাজ এতটাই নিখুঁত করা হয়েছে যে, সেটা ধরতে পারেননি অনেকেই।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে