বৃহস্পতিবার, ০৫ এপ্রিল, ২০১৮, ০৫:১৭:৩১

বিরল ঘটনা, বিয়ের প্রস্তাবে আনন্দে জ্ঞান হারালেন প্রেমিকা!

বিরল ঘটনা, বিয়ের প্রস্তাবে আনন্দে জ্ঞান হারালেন প্রেমিকা!

এক্সক্লুসিভ ডেস্ক : ভালবাসার মানুষটি যখন একসঙ্গে সারাজীবন কাটানোর প্রস্তাব দেন, তখন নারীর মনে যে অনুভূতির সৃষ্টি হয় তাকে একমাত্র স্বর্গীয় অনুভূতির সঙ্গেই তুলনা করা যায়। ভালবাসার প্রস্তাব নারীরা বিভিন্নভাবে গ্রহণ করে থাকেন।

অনেকে বিয়ের প্রস্তাবে কেঁদে ফেলেন। অনেক সময় হয়তো হেসেই খুন। আবার অনেকে ঠিক কী করবেন বুঝে উঠতে পারেন না।

কিন্তু বিয়ের প্রস্তাব পেয়ে চূড়ান্ত আনন্দ এবং উৎসাহে জ্ঞান হারানোর ঘটনা হয়তো বিরল। বিরল সেই ঘটনাই ঘটালেন মেক্সিকান মডেল রেনা রেন্টেরিয়া।

ভিডিও ফুটেজে দেখা গেছে, বিয়ের প্রস্তাব পেয়ে আচমকাই মাটিতে লুটিয়ে পড়েন এই মেক্সিকান মডেল। প্রথমে সকলে ভেবেছিলেন হয়তো মজা করেই অজ্ঞান হওয়ার ভান করছেন তিনি। কিন্তু বেশ কিছুক্ষণ অজ্ঞান হয়ে থাকার ফলে আশেপাশের প্রত্যেকে এবং তাঁর প্রেমিক বুঝতে পারেন, মজা না, সত্যিই জ্ঞান হারিয়েছেন তিনি।

পরে নারী নিজেই বিবৃতি দিয়ে ফেসবুকে জানান এবং নিজের বিয়ের কথা ঘোষণা করেন।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে