বৃহস্পতিবার, ০৫ এপ্রিল, ২০১৮, ০৮:১৬:০৫

ছোট শহর থেকে উঠে এসে বলিউড কাঁপিয়েছেন যে তারকারা

ছোট শহর থেকে উঠে এসে বলিউড কাঁপিয়েছেন যে তারকারা

বিনোদন ডেস্ক : বলিউড মানেই স্বপ্ননগরী মুম্বাই। তবে বলিউডের অভিনেতাদের সকলে যে মুম্বাইয়েরই তেমনটা নয়। সফল অভিনেতাদের সিকিভাগই উঠে এসেছেন ভারতের কোনও এক প্রান্তের ছোট্ট কোনও শহর থেকে। দেখে নেওয়া যাক তেমনই কয়েক জনকে।

মনোজ বাজপেয়ী : অভিনয় দিয়ে দর্শকদের মন জয় করে নিয়েছেন সেই কবেই। জানেন কি অভিনেতা মনোজ বাজপেয়ী এসেছেন নেপাল সীমান্তের কাছে ছোট্ট একটি গ্রাম থেকে। বিহারের পশ্চিম চম্পারণ জেলার বেলয়া গ্রামেই জন্ম মনোজের। সেখান থেকে এসেই দর্শকদের মনে পাকা জায়গা করে নিয়েছেন তিনি।

পরিণীতি চোপড়া : হতেই পারেন তিনি প্রিয়াঙ্কা চোপড়ার বোন। কিন্তু বলিউডে কম কাঠখড় পোড়াতে হয়নি পরিণীতি চোপড়াকে। হরিয়ানার অম্বালা শহর থেকে উঠে এসেছেন পরিণীতি। সেখানে বহু দিন ব্যাঙ্কে কাজ করতেন পরি। কিছু দিনের মধ্যেই পাড়ি দেন মুম্বাই। লেগে পড়েন যশ রাজ ফিল্মসে পাবলিক রিলেশনসের কাজে। তারপর হঠাৎই অভিনয়ের প্রস্তাব পেয়ে যান পরিণীতি চোপড়া।

বিদ্যা বালান : তার ডেবিউ ছবি ‘পরিণীতা’ দেখে সেলাম ঠুকেছিল গোটা বলিউড। তবে বিদ্যা বালানের জন্ম কেরালার ছোট্ট একটা শহরে। পুথামকুরুসি নামের সেই শহর থেকেই উঠে এসে দর্শকদের অনর্গল উপহার দিয়ে চলেছেন ‘এন্টারটেনমেন্ট, এন্টারটেনমেন্ট অ্যান্ড এন্টারটেনমেন্ট।’

ইরফান খান : বলিউড তো ছিলই, সঙ্গে যোগ হয়েছিল হলিউডও। দুই মিলিয়ে একের পর এক ছবিতে অভিনয় করে গিয়েছেন ইরফান খান। তার জন্মস্থান রাজস্থানের জয়পুর।

সুশান্ত সিং রাজপুত : টিভি সিরিয়ালে হাত পাকিয়ে নিয়েই সিনেমায় একদিন হঠাৎ করে ডাক পেয়ে যান সুশান্ত সিং রাজপুত। এরপর আর পিছনে ফিরে দেখতে হয়নি তার। একের পর এক সিনেমায় নিজের পারদর্শিতা দেখিয়ে নিজের অবস্থান পাকা করে ফেলেছেন। বিহারের পাটনা শহর থেকে মুম্বাইতে এসে জনপ্রিয় হয়েছেন সুশান্ত।

প্রিয়াঙ্কা চোপড়া : বলিউডের পর এখন হলিউডেও যথেষ্ট জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। প্রিয়াঙ্কা আমেরিকাতে বাড়ি করলেও তার জন্ম ঝাড়খণ্ড রাজ্যের জামশেদপুরে। আর তারপর বড় হয়েছেন উত্তরপ্রদেশের বরেলী শহরে।

কঙ্গনা রানাউত : হিমাচলের মান্ডি জেলার ভাম্বালা গ্রামে জন্ম বলিউডের ‘কুইন’ অর্থাৎ কঙ্গনা রানাউতের। সেখান থেকেই আজ কঙ্গনা বলিউডে নিজের অভিনয়ের ধ্বজা উড়িয়েছেন, কুড়িয়েছেন ভূয়সী প্রশংসা। প্রতিষ্ঠিত নায়ক ছাড়াই নিজের নামে একের পর এক সিনেমা হিট করিয়েছেন।

প্রীতি জিনতা : অভিনয় করতে আজকাল তাকে কম দেখা যায়। এখন তিনি কেবলই বিজনেস টাইকুন। প্রীতি জিনতা এখন আইপিএল টিমের মালিকও। তবে প্রীতিকে পাঞ্জাব বা মুম্বাইয়ের মানুষ ভাবলে ভুল হবে। হিমাচল প্রদেশের শিমলা শহরে জন্ম প্রীতি জিন্টার।

রিচা চাড্ডা : বলিউডে রিচা চাড্ডার জার্নিটা খুব একটা সহজ ছিল না। কঠিন কসরতের পর আজ তিনি প্রতিষ্ঠিত। পাঞ্জাবের অমৃতসরে জন্মে অভিনয় নিয়ে পড়াশোনা করতে দিল্লি চলে আসেন রিচা। আর সেখান থেকেই মুম্বাইতে এসে মসান, ফুকরে, গ্যাঙ্গস অব ওয়াসিপুরের মতো ছবিতে অভিনয় করেছেন তিনি।

কাদের খান : পেশায় ছিলেন সিভিল ইঞ্জিনিয়ার। সেখান থেকে তিনশোরও বেশি ছবিতে এক নাগাড়ে অভিনয় করে গিয়েছেন অভিনেতা কাদের খান। লিখেছেন একাধিক ছবির চিত্রনাট্যও। আফগানিস্তানের কাবুল থেকে ছোটবেলায় মুম্বাই চলে এসেছিলেন কাদের খান। সেখান থেকেই এই বিরাট জার্নি।

নওয়াজউদ্দিন সিদ্দিকি : নওয়াজ এই মুহূর্তে বলিউডের সবচেয়ে চর্চিত নাম। তার অভিনয়ে মুগ্ধ গোটা বলিউড। উত্তরপ্রদেশের মুজফ্ফরনগরের ছোট্ট শহর বুধানাতে জন্মগ্রহণ করেন নওয়াজ। আজও মাঝেমধ্যেই ফাঁক পেলেই নিজের গ্রামে গিয়ে চাষের কাজে লেগে পড়েন তিনি।
এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে