বৃহস্পতিবার, ০৫ এপ্রিল, ২০১৮, ০৮:৩৩:৫৪

পুলের পানিতে গাড়ি, ভেতরে তখনও বাবা-মেয়ে!

পুলের পানিতে গাড়ি, ভেতরে তখনও বাবা-মেয়ে!

এক্সক্লুসিভ ডেস্ক : কারো বাড়ির বা বাগানের একটি পুলে ডুবে রয়েছে একটি গাড়ি। এমন এক ছবি ভাইরাল হয়ে পড়ে ফেসবুকে। আসলে এটা কোনো সিনেমার শুটিংয়ের দৃশ্য নয়। এমনিতেও কেউ দুষ্টুমি করে অন্যের গাড়ি এখানে ফেলে দেননি। আসলে গাড়িটি সবার আগোচরে বাগান থেকে এই পুলের মধ্যে পড়ে যায়। আরো ভয়ংকর বিষয়টা হলো, তখন ওই গাড়িতে ছিলেন এক পরিবারের দুই সদস্য!

ছবিটি ব্যাপক হারে ভাইরাল হয়েছে। পুলে পড়ে রয়েছে একটি নীল সিডান। সুখবরটি হলো, এ ঘটনায় কেউ আঘাতপ্রাপ্ত হয়নি। ছবিটি ফেসবুকে প্রকাশ করে ফ্লোরিডার ওকালুসা কাউন্টির শেরিফের অফিস। ছবির সঙ্গে পোস্টে ঘটনাটা কী ঘটেছিল তা বলা হয়েছে। এক নারীর তার গাড়িটি নিয়ে বের হয়েছিলেন বাড়ি থেকে। কিন্তু হঠাৎ মনে হয় যে তিনি টাকা ছাড়াই বাড়ি থেকে বের হয়েছেন। গাড়িটি কোনভাবে রেখেই দৌড়ে যান অ্যপার্টমেন্টে। তখন গাড়িতে ছিল তার স্বামী এবং মেয়ে। খেয়াল করেননি, ধারণা ছিল পার্কের পাশে রেখেছেন গাড়িটা। কিন্তু ফিরে এসে দেখেন যে গাড়িটা সেখানে নেই। গাড়িটি গড়িয়ে পড়ে যায় এই পুলে। তখনও ওটার ভেতরে তার স্বামী এবং কন্যা ছিলেন।

তবে সবাই সুস্থ আছেন, জানান পুলিশ কর্মকর্তা। ওকালুসা আইল্যান্ডের এই ঘটনার তিনি প্রকাশ করেছেন 'পুলের মধ্যে গাড়ি' শিরোনামে।

কার যেহেতু বিপদ ঘটেনি, তাই অনেকেই কৌতুকপূর্ণ মন্তব্য করেছেন। একজন বললেন, গাড়িটি সম্ভবত খুব বেশি গরম ছিল। ওর ঠাণ্ডা হওয়া দরকার ছিল। তাই গাড়িটা পুলে ঝাঁপ দেওয়ার সিদ্ধান্ত নেয়।
সূত্র : এনডিটিভি
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে