নতুন সুযোগ, হাঁটলেই পাবেন টাকা!
এক্সক্লুসিভ ডেস্ক : আপনার মতো যাঁরা হাঁটতে, বা জিমে যেতে অনিচ্ছুক, তাঁদের জন্য এসে গেছে বিটওয়াকিং ডলার নামে একটি অ্যাপ।যা দৈনন্দিন আপনার হাঁটার মাত্রা গুনবে, আর পকেট ভরাবে।
১০ হাজার পা হাঁটলেই পেয়ে যাবেন এক ইড (ইরঃধিষশরহম) ডলার। এই টাকা আপনি ক্যাশেও নিতে পারেন বা জমিয়ে অনলাইনে শপিংও করতে পারেন। প্রাথমিকভাবে ব্রিটেন, জাপান ও কেনিয়ার মতো কয়েকটি দেশেই মিলবে এই অ্যাপ। পরে তা পেয়ে যাবেন আপনার স্মার্ট ফোনের গুগল প্লে স্টোরে।
কত পা হাঁটছেন, সেখানে কিন্তু কারচুপির কোনও জায়গা নেই। এচঝ, ডরঋর-এর সাহায্যে অ্যাপ নজর রাখবে আপনার উপর। অ্যাপ নির্মাতাদের আশা, খুব দ্রুত গোটা বিশ্বে জনপ্রিয় হবে এই অ্যাপ।।
২৫নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ
�