প্রেম ছুটে গিয়েছে কবেই। কিন্তু তারপরও তিন বছর ধরে প্রাক্তন প্রেমিকাকে প্রতিদিনই মেসেজ করে চলেছেন। শীত-গ্রীষ্ম-বর্ষা-বসন্ত একই বার্তা। কোনও ছেদ নেই, কোনও বিরাম নেই।
ইংল্যান্ডের একটি ওয়েবসাইটে এমন একটি বিচিত্র খবর প্রকাশ হয়। সেখানে বলা হয়, প্রেমিক তার প্রেমিকার প্রতি অতটাই বিরক্ত ছিল যে ম্যাসেজে তার প্রতি ‘আমি তোমাকে ঘৃণা করি ‘ বাক্যটি নিরন্তরভাবে তিনবছর লিখে গেছেন। প্রেমিকের আসল পরিচয় অজ্ঞাত। সোশ্যাল মিডিয়ায় তিনি ‘পিকাসো’ নামেই পরিচিত। কোনও দিন যাতে তিনি এই মেসেজ করতে ভুলে না যান, তার জন্য তিনি তাঁর স্মার্টফোনে অ্যালার্ম দিয়েও রাখেন।
সম্প্রতি সোশ্যাল মিডিয়া খবরটি ভাইরাল হতে শুরু করে। বিশ্বব্যাপী ব্যর্থ প্রেমিকের দল ঝাঁপিয়ে পড়েন এই খবরের উপরে।
তিন বছর ধরে প্রতিদিন একই মেসেজ বার বার পেতে পেতে প্রাক্তন প্রেমিকার কী অবস্থা, তা অবশ্য জানা যায়নি। অতঃপর, অনুমান করাই যায়, তিনি সম্ভবত এক নারকীয় পরিস্থিতির মধ্যে। কিন্তু একথা কেউ বলছেনই না, কেন প্রেমিকা ব্লক করে দিচ্ছেন না তাঁর প্রাক্তন প্রেমিককে। তাহলে কি তাঁর মনের গহীনে আজও। –এবেলা
এমটি নিউজ/এপি/ডিসি