বুধবার, ১৮ এপ্রিল, ২০১৮, ০৭:৫২:০১

অদ্ভুত কারণে সকলেরই দুই বউ

অদ্ভুত কারণে সকলেরই দুই বউ

একটি বউ নিয়েই গলদঘর্ম, জালা যন্ত্রণার শেষ নেই। আবার দ্বিতীয় বউ? ডিউ পার্টেতে নেইকো লোভ।’ ‘ওগো বধূ সুন্দরী’ ছবিতে উত্তমকুমারের লিপে কিশোরকুমারের সেই গান মনে পড়ে? কিন্তু জানেন কি, এদেশেই এক গ্রাম আছে, যেখানকার পুরুষরা ‘গলদঘর্ম’ হতে ভয় পান না। গ্রামের ৭০টি পরিবারের প্রত্যেক পুরুষেরই রয়েছে দু’টি করে স্ত্রী। হ্যাঁ, শুনতে যতই তাজ্জব লাগুক, এটাই সত্যি।

প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যায় , রাজস্থানের বার্মের জেলার দেরাসর গ্রামেই দেখা মেলে এমন আশ্চর্য প্রথার।

গ্রামে বাস সব মিলিয়ে প্রায় ৬০০ মানুষের। সকলেই মুসলিম ধর্মাবলম্বী। ইসলামে বহু বিবাহের প্রচলন রয়েছে। তবে এই গ্রামের প্রত্যেক পুরুষের দু’টি স্ত্রী থাকার কারণ কিন্তু অন্য। এর পিছনে রয়েছে একটি বিশ্বাস।

সেই বিশ্বাসটি বড়ই অদ্ভুত ও বিচিত্র । এই গ্রামে কারওই প্রথম পক্ষের স্ত্রীর গর্ভে সন্তান আসে না! কোনও ব্যাখ্যা নেই এই ঘটনার। কিন্তু এমনটাই নাকি ঘটে আসছে বহু কাল ধরে। তেমনটাই দাবি গ্রামবাসীদের।

আশ্চর্যের এখানেই শেষ নয়। প্রথম পক্ষের স্ত্রীদের কিন্তু কোনও ক্ষোভ থাকে না দ্বিতীয় পক্ষের সন্তানদের নিয়ে। বরং তাঁরা অপন স্নেহেই মানুষ করেন তাদের।
এমটি নিউজ/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে