নাটোরের লালপুরে রহস্যজনক ভাবে নিখোজ হয়েছে এক নববধূ। নিখোজ হওয়ার পাঁচদিন অতিবাহিত হলেও এখনো কোন খোজ মেলেনি তার। জানা যায়, নিহত নববধূর নাম ফাতেমা খাতুন। সে নাটোরের লালপুর উপজেলার মহারাজপুর গ্রামের মহির উদ্দিনের মেয়ে। গত ১৫ এপ্রিল বিকালে নাগশোষা গ্রামের মৃত তেজেন খানের মেয়ে হাজেরার বাড়িতে বান্ধবীর সঙ্গে দেখা করতে এসে আর ফিরে যায়নি ফাতেমা।
ফাতেমার বাবা জানান, ১৫ দিন আগে রাজশাহী জেলার বাঘা উপজেলার সুলতানপুর গ্রামের মেহের আলীর ছেলের সঙ্গে ফাতেমার বিয়ে হয়। ১৫ এপ্রিল সে বান্ধবীর বাড়িতে বেড়াতে এসে ফিরছেনা দেখে খোজাখুজি করে। তবে অনেক খোজার পরও আজ পাঁচদিন ধরে কোন খোজ মেলেনি তার। এমনকি ঘটনার পর বান্ধবীর বাড়ির সবাই পলাতক বলেই জানিয়েছেন তিনি।
এ ব্যাপারে বিলমাড়িয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আনিছুর রহমান জানান, মেয়ের পরিবারকে থানায় অভিযোগ করতে পরামর্শ দেয়া হয়েছে। তবে এ রির্পোট লেখা পর্যন্ত থানায় কোনো অভিযোগ করা হয়নি।
এমটি নিউজ/এপি/ডিসি