এক্সক্লুসিভ ডেস্ক : রাজধানীর আজিমপুরের পুরাতন কবরস্থান। সোমবার সকাল ১০টার দিকে মো. শরিফুল নামে এক ব্যক্তি এক সদ্যজাত মৃত শিশুকে নিয়ে এসেছিলেন দাফন করতে।
কবরস্থানের মোহরার হাফিজুল ইসলাম মৃত শিশুটিকে পাঠান গোসল করাতে। কিন্তু গোসলের সময় পানি ঢালতে আশ্চর্য কাণ্ড ঘটলো। সবাইকে অবাক করে দিয়ে নড়ে ওঠে মৃত শিশুটি।
কবরস্থানের মোহরার হাফিজুল ইসলাম জানান, ঢাকা মেডিকেল কলেজ থেকে সকাল ১০টার দিকে শরিফুল নামে ওই ব্যক্তি মৃত শিশুটিকে দাফনের জন্য আনেন। শিশুটিকে গোসল করাতে পাঠিয়ে তিনি শরিফুল নামে ওই ব্যক্তির কাছ অভিভাবকের নাম ঠিকানা লেখার প্রস্তুতি নিচ্ছিলেন।
গোসলখানায় জেসমিন আক্তার ঝর্ণা নামে এক নারী নবজাতকের গায়ে পানি ঢালতেই নবজাতকটি মৃদু নড়েচড়ে ওঠে। চোখে ভুল দেখছেন ভেবে আবার পানি ঢালতেই দেখেন শ্বাস-প্রশ্বাস ওঠানামা করছে। এবার ঝর্ণা অফিসে দৌড়ে গিয়ে খবর দিলে তিনিসহ সবাই সেখানে ছুটে যান। তিনি দেখেন মারা গেছে ভেবে নেওয়া শিশুটি শ্বাস নিচ্ছে।
নবজাতককে আবার ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান হাফিজুল।
মোহরার হাফিজুল ইসলাম আরও জানান, হাসপাতালের ডেথ সার্টিফিকেটে নবজাতক মৃত অবস্থায় জন্মগ্রহণ করেছে বলে উল্লেখ করা হয়। এতে শিশুটির বাবার নাম মিনহাজ, ঠিকানা সাভার, ধামরাই লেখা হয়েছে।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস