বুধবার, ২৫ এপ্রিল, ২০১৮, ০৮:২৬:৩১

ছেলের হাতে ক্রেডিট কার্ড, চরম শিক্ষা পেলেন মা!

ছেলের হাতে ক্রেডিট কার্ড, চরম শিক্ষা পেলেন মা!

এক্সক্লুসিভ ডেস্ক : ছেলের হাতে ক্রেডিট কার্ড, চরম শিক্ষা পেলেন মা!। বয়স মাত্র ১২ বছর। কিন্তু এই বয়সেই বাবা-মাকে ঘোল খাইয়ে কয়েক লাখ টাকা খরচ করে ফেলেছে এক কিশোর। অস্ট্রেলিয়ার সিডনিতে মায়ের সঙ্গে ঝগড়া করে ১২ বছরের এক কিশোর দেশ ছেড়েই চলে গেছে।

জানা গেছে, কয়েকদিন আগেই ওই কিশোরের সঙ্গে তার মায়ের ঝগড়া হয়। এর পরেই ওই কিশোর সুযোগ বুঝে মায়ের ক্রেডিট কার্ডটি হাতিয়ে নেয়। তারপর স্থানীয় একটি রেল স্টেশন থেকে ট্রেনে করে বিমানবন্দরে যায়। সেখান থেকে বিমানে করে পার্থে যায় সে। তারপর ফের প্লেনে করে ইন্দোনেশিয়ার বালিতে চলে যায় ওই কিশোর।

সেখানে একটি বিলাসবহুল হোটেলে ঘর বুকিং করে থাকতে শুরু করে। কিন্তু ওই কিশোরের আচার আচরণ দেখে সন্দেহ হয় হোটেল কর্মীদের মধ্যে।

হোটেল কর্মীদের দাবি, মাত্র কয়েকদিনের মধ্যেই ওই ছাত্রের বিল কয়েকলক্ষ টাকা হয়ে যায়। বিষয়টি নজরে আসে বালি পুলিশের। পরে ওই কিশোরকে জিজ্ঞাসাবাদ করতেই বেরিয়ে আসে আসল তথ্য।

অস্ট্রেলিয়ায় ওই কিশোরের অভিভাবকদের খবর দেওয়া হয়। বালিতে এসে তারা ফেরত নিয়ে যান তাদের সন্তানকে। তবে সামান্য বচসার জেরে ওই কিশোর যে এই কাণ্ড করে বসবে, তা স্বপ্নেও ভাবতে পারেননি তার মা।


এমটিনিউজ২৪/এম.জে/এস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে