বৃহস্পতিবার, ২৬ এপ্রিল, ২০১৮, ০৪:৫৪:১২

চাচাকে বিয়ে না করায় মেয়েকে খুন করল বাবা, ভাই মিলে

চাচাকে বিয়ে না করায় মেয়েকে খুন করল বাবা, ভাই মিলে

এক্সক্লসিভ ডেস্ক: পাকিস্তানে অনার কিলিংয়ের ফাঁদে পড়ে প্রান গেল আরেক তরুণীর। অভিযোগ, মেয়েটি নিজের চাচাকে বিয়েতে রাজি হয়নি। তার পরিবারের পক্ষ থেকে প্রচণ্ড চাপ দেয়া হচ্ছিল কাকাকেই তাকে বিয়ে করতে হবে। কিন্তু ওই যুবতী নারী তার সিদ্ধান্তে অটল কোনো ভাবেই তিনি কাকাকে বিয়ে করবেন না। আর যার শেষ পরিণতি হিসেবে তাকে নির্মম ভাবে খুন হতে হলো।

পাক গনমাধ্যম জানায়, মেয়েটির নাম সানা। তাকে পরিবার থেকে বিয়ের কথা বলা হচ্ছিলো। চাপ দেয়া হচ্ছিল নিজের চাচাকে বিয়ে করতে হবে। কিন্তু সানার কথা ছিল বিয়ে করব, তবে সেটা ইতালি প্রবাসী এক ছেলেকে। আর শেষ পর্যন্ত এই কারনেই নির্মম মৃত্যুর শিকার হতে হয় পরিবারের সদস্যের কাছেই।

এদিকে মেরে ফেলার পর পরিবারের লোকজন তাকে কবরও দিয়ে দেয়। তবে সোশ্যাল মিডিয়ায় এই খবর ভাইরাল হয়ে গেলে তদন্ত এনামে পুলিশ। প্রাথমিক তদন্তে উঠে এসেছে , মেয়েটির বাবা চেয়েছিল সম্পর্কে চাচা হয় এমন একজনকে বিয়ে করবে তার মেয়ে। কিন্তু মেয়েটি রাজি না হওয়ায় বাবা, ভাই ও সেই চাচা মিলে খুন করে তাকে।
এমটি নিউজ/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে