এক্সক্লুসিভ ডেস্ক: কিছু ব্যাঙ আমাদের হাতের তালুর সমান কিংবা আঙুলের এক গিরা পরিমাণ হতে পারে। কিন্তু এমন এক প্রজাতির ব্যাঙ আছে যারা তিন ফুট পর্যন্ত লম্বা হতে পারে।
ওজন হতে পারে তিন কেজির বেশি। এ ব্যাঙের নাম গোলিয়াথ ফ্রগ। এরা পৃথিবীর সবচেয়ে বড় ব্যাঙ।
এদের পাওয়া যায় মধ্য-পশ্চিম আফ্রিকার ক্যামেরুনের স্যানাঙ্গা ও নিরক্ষীয় গিনির বেনিতো নদীর অববাহিকা অঞ্চলে।
গোলিয়াথ ফ্রগের গায়ের রং সবুজাভ বাদামি। পেটের অংশে হলদে সবুজ। এদের কোনো স্বরথলি নেই। জলজ উদ্ভিদ ও কীটপতঙ্গ খেয়ে জীবনধারণ করে।
এছাড়া ছোট ব্যাঙ, কাঁকড়া ও কচ্ছপও খায়। বন্য পরিবেশে এ ব্যাঙ সর্বোচ্চ ১৫ বছর বাঁচে। বর্তমানে এ ব্যাঙের অস্তিত্ব হুমকির মুখে।
উচ্চমূল্য পাওয়ার লোভে স্থানীয়রা চিড়িয়াখানা ও পোষার জন্য এ ব্যাঙ ধরে সরবরাহ করে। খাওয়ার জন্যও জেলেরা ধরে নিয়ে যায়।
জাহাজের বর্জ্য ও দূষিত তেল নিঃসরণ এবং বিভিন্ন বাঁধ নির্মাণের ফলে এদের প্রজননও বাধাগ্রস্ত হচ্ছে। গত তিন প্রজন্মে এদের সংখ্যা ৫০ ভাগ কমে গেছে।
এজন্য আইইউসিএন গোলিয়াথ ফ্রগকে বিপন্ন প্রাণী হিসেবে তালিকাভুক্ত করেছে।
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস