মঙ্গলবার, ০১ মে, ২০১৮, ০১:০২:০০

বাতাস খেতে খুলে দিলো বিমানের ইমারজেন্সি গেট, অতঃপর...

বাতাস খেতে খুলে দিলো বিমানের ইমারজেন্সি গেট, অতঃপর...

এক্সক্লুসিভ ডেস্ক : গরমে মানুষের জীবনে যেনো সস্তি নেই। তাই একটু বাতাস যেনো খানিকটা গরমে খানিকটা স্বস্তি এনে দেয়।

সেই বাতাস যখন বিপদ বয়ে আনে ঘটনা তখন কেমন হয়। বাতাস খেতে খুলে দিলো বিমানের ইমারজেন্সি গেট। অতঃপর এই কারণেই শাস্তি পেতে হচ্ছে সেই এক যুবককে। যেনো তেনো গেট নয়, বিমানের গেট খোলায় শাস্তি পেতে হচ্ছে এক বিমান যাত্রীকে।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী গরম লাগায় বিমানের ইমারজেন্সি গেট খুলে দিলেন এক যাত্রী। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বেজিংয়ে। এরকম ঘটনায় যাত্রীকে আটক করেছে পুলিশ। ধরে নেওয়া হচ্ছে মোটা অঙ্কের টাকা জরিমানা করা হতে পারে তাকে।

জানা গেছে বিমান টেক অফ করার সময় ইমারজেন্সি গেট খুলে দেয় চেন নামে ২৫ বছরের এক যুবক। ভারতীয় গণমাধ্যমে প্রতিবেদনে বলা হয়েছে সাউথ চায়না মর্নিং পোস্ট নামে একটি সংবাদপত্রে প্রকাশিত হয়েছে এমন খবর।

সেখানে বলা হয়েছে চাইনিজ ওই যুবক পুলিশকে জানিয়েছে যে বিমানে ওঠার পর তার খুব গরম লাগছিল। একটু হাওয়া চাইছিল সে। তাই হাতের কাছে থাকা জানালার হ্যান্ডেলটা ধরে সজোরে ধাক্কা দেয়। আর মুহূর্তের মধ্যে ভেঙে পড়ে এরামজেন্সি গেট।

যদিও কোনও বড়সড় দুর্ঘটনা ঘটেনি এমন ঘটনায়। তবুও ওই যুবককে ১৫ দিনের জন্য আটক করেছে পুলিশ। জানা গেছে, তাকে  ১১ হাজার ডলার জরিমানা করতে পারে এয়ারলাইন সংস্থা।

এমটিনিউজ২৪/এম.জে/ এস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে