বুধবার, ০২ মে, ২০১৮, ১২:৪৫:০০

‘একবার দেখা করতে এসো, কখনও জ্বালাতন করব না আর’

‘একবার দেখা করতে এসো, কখনও জ্বালাতন করব না আর’

এক্সক্লুসিভ ডেস্ক :  সমস্যা শুরু হয়েছিল সপ্তাহ দুয়েক আগে। ফোন কেটে দিচ্ছিলেন প্রেমিকা। কথা বলতেন না, দেখাও করতেন না, নানা উছিলায় এড়িয়ে যাচ্ছিলেন। মেনে নিতে পারেনি প্রেমিক। দেখা করার অছিলায় প্রেমিকাকে প্রিন্সেপ ঘাটে ডেকে এনে গলয়া ক্ষুর চালিয়ে দিলেন এক যুবক।

‘একবার দেখা করো, আর জ্বালাতন করব না কখনও।’ প্রেমিককে ফোন করে ঠিক এই কথাটাই বলেছিলেন পবন খান। যে সম্পর্কে মাস দুয়েক আগে থেকেই ভাঙন ধরেছিল, সেই সম্পর্কে কিছুটা মলম লাগানোর চেষ্টা করেছিলেন পবন।

কিন্তু প্রেমিকা কিছুতেই রাজি হয়নি। তবে প্রেমিকের কাতর আবেদনে সাড়া দিয়ে অন্যান্য দিনের মতো মঙ্গলবারও প্রিন্সেপ ঘাটেই দেখা করতে গিয়েছিলেন তরুণী। জানাতে গিয়েছিলেন, তার পক্ষে আর এই সম্পর্ক রাখা সম্ভব নয়।

কিন্তু স্রেফ এই একটা কথাই মেনে নিতে পারেননি পবন। কথা কাটাকাটির ফাঁকেই পকেট থেকে ক্ষুর বার করে চালিয়ে দেন প্রেমিকার শরীরে। পরে সেখান থেকে চম্পট দেন।

প্রেমিক-প্রেমিকার মধ্যে আপাত খুনসুটি হচ্ছে ভেবে প্রথমটায় আমল দেননি স্থানীয়রা। রক্তাক্ত তরুণীর চিত্কার শুনেই টনক নড়ে তাঁদের। তরুণীকে হাসপাতালে ভর্তি করা হয়। দক্ষিণ বন্দর এলাকা থেকে পবনকে গ্রেফতার করে পুলিশ।

এমটিনিউজ২৪/এম.জে/ এস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে