এক্সক্লুসিভ ডেস্ক : তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগানের ছবিতে মজেছে এক তোতা পাখি। এরদোগানের কোর্ট-টাই পরা একটি ছবিতে তোতা পাখিটি অনবরত চুমু খাচ্ছে। এরদোগানকে তোতা পাখির চুমু খাওয়ার সেই ভিডিও ভাইরাল।
ইরানি সংবাদমাধ্যম ইয়ানি সাফাক এমন একটি ভিডিও প্রকাশ করেছে। শুক্রবার পত্রিকাটির প্রকাশিত ভিডিওতে দেখা যাচ্ছে একটি তোতা পাখি এরদোগানের ছবিতে বেশ মজেছে। পাখিটি বারবার ছবির কাছে এগিয়ে এরদোগানের মুখে চুমু খাচ্ছে। পাখিটি একই সঙ্গে এরদোগানকে আদরও করছে।
তবে এই ভিডিওটি কোথায় ধারণ করা হয়েছে বা পাখিটি কোথাকার তা বিস্তারিত কিছু প্রকাশ করা হয়নি। ইয়ানি সাফাক ভিডিওটি প্রকাশ করার পর সেটি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।
এমটিনিউজ২৪/এম.জে/ এস