রবিবার, ০৬ মে, ২০১৮, ০৫:১৬:৩৫

১০টাকায় মিলছে গার্ল ফ্রেন্ড!

১০টাকায় মিলছে গার্ল ফ্রেন্ড!

এক্সক্লুসিভ ডেস্ক: এই দুর্মূল্যের বাজারে ১০ টাকায় তাও আবার পাওয়া যাচ্ছে গার্লফ্রেন্ড। তাও আবার শপিং মলে গেলে মিলবে গার্লফ্রেন্ড। তার সঙ্গে একসঙ্গে ঘোরা, খাওয়াদাওয়া, আড্ডা, সেলফি তোলা— সব সুযোগই পাওয়া যাবে। শপিং মলে ক্রেতা টানতে এমনই অফার দিয়েছে দক্ষিণ চিনের হিউয়ান শহরের ভাইটালিটি সিটি নামে একটি শপিং মল। আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘দ্য সান’ সংবাদমাধ্যমে প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী এমনটাই জানা গেছে।

ওই প্রতিবেদন থেকে জানাযায় , যারা গার্লফ্রেন্ড হিসাবে থাকবেন, তাঁরা সবাই মডেল। সেখানেই যে কোনও একজনকে পছন্দ করে তাঁর সঙ্গে ঘোরার সুযোগ থাকবে ২০ মিনিটের জন্য। ২০ মিনিটের জন্য গ্রাহকদের চিনা মুদ্রায় ১ আরএমবি ভাড়া দিতে হবে। তা বাংলাদেশি মূল্যে যা কম-বেশি ১০ টাকার সমান। বিশেষ বারকোডের মাধ্যমে এই টাকা পে করতে হবে। ২০ মিনিট ঘোরা হয়ে গেলে ওই মডেলকে আগের জায়গায় এনে ছেড়ে দিতে হবে। যদি কোনও গ্রাহক আরও বেশি সময় ওই মহিলার সঙ্গে কাটাতে চান, তাহলে তাকে অতিরিক্ত ২০ মিনিটের জন্য একই পরিমাণ টাকা দিতে হবে।

তবে মডেলদের গার্লফ্রেন্ড বানানোর জন্য বিশেষ নিয়মকানুনও থাকছে। শপিং মলের বাইরে কোনওভাবেই ওই মহিলাদের নিয়ে যাওয়া চলবে না। পাশাপাশি ওই ২০ মিনিট মহিলাদের স্পর্শ করতে পারবেন না গ্রাহকরা।

ইতিমধ্যে ওই শপিং মলটি ওই এলাকায় জনপ্রিয় হয়ে গিয়েছে। সবাই বুঝছেন এটা বিপণন কৌশল। আকর্ষণ বাড়ানোর জন্যই ওই শপিং মল এমন অফার দিচ্ছে। তবে ইতিমধ্যে এমন অফারে হাসি ফুটেছে সেখানকার সিঙ্গলদের মুখে।
এমটি নিউজ/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে