রবিবার, ১৩ মে, ২০১৮, ০৮:২০:৫৮

মানুষের মতো নিপুণ দক্ষতায় দৌড়ঝাঁপ করছে রোবট!

মানুষের মতো নিপুণ দক্ষতায় দৌড়ঝাঁপ করছে রোবট!

এক্সক্লুসিভ ডেস্ক: এতদিন যারা পুরনো মডেলের রোবট দেখে ভেবেছিলেন এগুলো মানুষের মতো চলাফেরা করতে পারবে না কোনোদিনই, তাদের বিষয়টি নিয়ে নতুন করে চিন্তাভাবনার সময় এসেছে। সম্প্রতি এমন রোবট বের হয়েছে, যা মানুষের মতোই নিপুণভাবে দুই পায়ে দৌড়াতে ও লাফাতে পারছে।

মার্কিন প্রতিষ্ঠান বোস্টন ডায়নামিক্স সম্প্রতি মানুষের মতো দু পেয়ে রোবট তৈরি করেছে। আর সবাইকে অবাক করে দিয়ে রোবটটি দিব্যি দৌড়ে বেড়াচ্ছে। এমনকি কোনো প্রতিবন্ধকতা এলে তা লাফ দিয়ে পারও হয়ে যাচ্ছে।

অ্যাটলাস নামে রোবটটির একটি ভিডিও প্রকাশ করেছে নির্মাতা বোস্টন ডায়নামিক্স। ভিডিও দেখেই অনেকে রোবটের ভবিষ্যৎ উন্নতি কল্পনা করতে পারছেন। ভবিষ্যতে হয়ত এমন রোবট বের হবে যা মানুষকে সবক্ষেত্রেই টেক্কা দেবে!

বোস্টন ডায়নামিক্স জানিয়েছে তারা এ ধরনের আরো কিছু রোবট নিয়ে কাজ করছে। রোবটগুলো এমনকি দরজা খুলতে ও সিঁড়ি দিয়ে ওঠানামা করতে পারে।
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে