সোমবার, ১৪ মে, ২০১৮, ০৯:৫২:১৮

কোমায় থাকা রোগীর জ্ঞান ফিরল গান শুনে!

কোমায় থাকা রোগীর জ্ঞান ফিরল গান শুনে!

এক্সক্লুসিভ ডেস্ক: দীর্ঘদিন কোমায় থাকা রোগী গান শুনে জ্ঞান ফিরে পেয়েছে এমন ঘটনা খুবই বিরল। ঠিক এমনই একটি ঘটনা বাস্তবে ঘটে গেল চীনে।

বৃহস্পতিবার (১০ মে) সাউথ চায়না মর্নিং পোস্ট পত্রিকা জানিয়েছে, ২৪ বছর বয়সী এক নারী চার মাসেরও বেশি সময় অচেতন থাকার পর তাইওয়ানের এক জনপ্রিয় শিল্পীর গান শুনে জেগে উঠেছেন।

২০১৭ সালের নভেম্বরে ওই রোগী মস্তিষ্কের একটি সমস্যায় আক্রান্ত হয়ে কোমায় চলে যান। তার হৃৎপিণ্ড থেমে গিয়েছিল তিনবার। তার ফুসফুস ও হৃৎপিণ্ড কাজ করছিল না।

তার জ্ঞান ফিরিয়ে আনতে ওই রোগীর দেখাশোনার দায়িত্বে থাকা নার্স পেং কেলিং নতুন নতুন বিভিন্ন কৌশল গ্রহণ করেন। নার্স কেলিং ও রোগীর বয়স প্রায় কাছাকাছি।

শুরুতে কেলিং তাকে কৌতুক এবং বিনোদন জগতের খবর পড়ে শোনাতেন। অচেতন রোগী গান শুনতে পছন্দ করতে পারে ভেবে একসময় তাইওয়ানের জনপ্রিয় পপ তারকা জে চুয়ের গান গেয়ে ও বাজিয়ে শোনানো শুরু করেন তিনি।

পত্রিকাকে কেলিং বলেন, আমি জে চুর গান শুনতে শুনতে বড় হয়েছি। একারণে ভাবলাম উনিও হয়তো এগুলো পছন্দ করবেন।

গান বাজানোয় সত্যিই কাজ হয়েছে। হাসপাতালের কর্মীরা খেয়াল করেন ওই অচেতন মহিলা জে চুর গান শোনার সময় অল্প পা নাড়াচ্ছেন। শেষমেশ তিনি সম্পূর্ণ জ্ঞান ফিরে পান মার্চ মাসে। ওই সময় ২০১৬ সালে জে চুর গাওয়া হিট গান ‘রোজমেরি’ বাজিয়ে শোনানো হচ্ছিল তাকে।

জ্ঞান ফিরে পেয়ে ওই রোগী সফলভাবে হাত-পা নড়াচড়া এবং আঙ্গুলের প্রতি নির্দেশ করার মতো বিভিন্ন নির্দেশনা অনুসরণ করতে সক্ষম হন। কেলিং বলেন, সব ডাক্তার তার বেডের কাছে এসে জড়ো হন। তখনও আমি তার পছন্দের গানটি গেয়েই যাচ্ছিলাম। যখন তাকে জিজ্ঞেস করলাম আমি কেমন গাইছি, সে দুর্বল গলায় জানায়- খারাপ না।
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে