বৃহস্পতিবার, ১৭ মে, ২০১৮, ০৫:৩০:০৮

১৭ মে: ইতিহাসে আজকের এই দিনে

১৭ মে: ইতিহাসে আজকের এই দিনে

এক্সক্লুসিভ ডেস্ক: ১৯৯৯ সালের এই দিনে বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের অভিষেক হয়।
১৭ মে ২০১৮, বৃহস্পতিবার। ০৩ জ্যৈষ্ঠ, ১৪২৫ বঙ্গাব্দ। গ্রেগরিয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৩৭ তম (অধিবর্ষে ১৩৮ তম) দিন। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি:

১৫৪০ - শেরশাহ কনৌজের যুদ্ধে হুমায়ুনকে পরাজিত করেন।

১৭৭৫ - ব্রিটিশ ও মারাঠা বাহিনীর মধ্যে আরারের যুদ্ধ সংঘটিত হয়।

১৮৮১ - নিউ টেস্টামেন্টের পরিমার্জিত সংস্করণ ছাড়া হয়।

১৯২০ - বিশ্বের প্রথম যাত্রীবাহী বিমান KLM চলাচল শুরু করে।

১৯৮১ - শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস।

১৯৯৯ - বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের অভিষেক হয়।
জন্ম:

১৮৭৩ - ফরাসি লেখক ও চিন্তাবিদ অঁরি বারব্যুস।

১৮৮৩ - অগ্রগণ্য পারসিক ও স্বাধীনতা সংগ্রামী খুরশেদ ফ্রানজি নরিন।

১৮৯৭ - নোবেল বিজয়ী (১৯৬৯) নরওয়েজীয় ভৌতরসায়নবিদ ওড হাজেল।

১৮৯৭ - বিশিষ্ট গায়িকা সাহানা দেবী।

১৯০০ - আয়াতুল্লা রুহেল্লা খোমিনী, ইরানের ধর্মগুরু।
মৃত্যু:

১৭২৭ - রাশিয়ার সম্রাজ্ঞী প্রথম ক্যাথারিন।

১৯১৩ - দ্বিজেন্দ্রলাল রায়, বাঙালি কবি, গীতিকার, ও নাট্যকার।

১৯৫৪ - নৃত্যশিল্পী বুলবুল চৌধুরী (রশীদ আহমদ চৌধুরী)

১৯৬৫ - বিশিষ্ট বিপ্লববাদী উল্লাসকর দত্ত।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে