এক্সক্লুসিভ ডেস্ক : ফরিদপুরের মধুখালী উপজেলার গাজনা ইউনিয়নের দেউল মথুরাপুরে একটি কলাগাছে ৫৫টি কলার মোচা ধরেছে।
দেউল মথুরাপুরের মৃত জলিল শেখের ছেলে মো. সেলিম শেখের কলা বাগানের একটি গাছে এই কলার মোচা ধরেছে। প্রতিদিনই এই কলার মোচা দেখতে শত শত উৎসুক জনতা ভিড় জমাচ্ছে।
উৎসুক জনতা ভিড় জমানোয় গাছের মালিক সেলিম কলাগাছটি তুলে আর আকর্ষণীয় করতে জনগণের দেখার সুবিধার জন্য জমি থেকে তুলে মধুখালী-বালিয়াকান্দি ফিডার সড়কের পাশে লাগিয়েছেন।
কলা বাগানের মালিক সেলিম শেখ জানান, কলার মোচাগুলো শুকিয়ে যাওয়ার উপক্রম হয়েছে। গাছের ৫৫ মোচা প্রায় ৩০ দিন যাবৎ ধরে রয়েছে।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস