নিউজ ডেস্ক : বাজারে হঠাৎ করে পেঁয়াজের বেড়ে যাওয়ায় নানাজনের নানা মন্তব্য। অনেকেই বলছেন, ভারতে মনে হয় ইলিশ যাচ্ছে না। সে কারণেই হয়তো পেঁয়াজে আগুন। পেঁয়াজ ছাড়া তরকারি খাওয়াতে চাচ্ছে ভারত।
সূত্রে জানা গেছে, ভারতে ইলিশ রফতানি বন্ধের জেরেই বাংলাদেশে পেঁয়াজ রফতানি বন্ধ করে দিয়েছে।
ভারতের ইংরেজি দৈনিক হিন্দুস্তান টাইমসে এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনটিতে বলা হয়েছে, বাংলাদেশ এক বছর আগে ভারতে ইলিশ রফতানি বন্ধ করে। এর প্রতিবাদে ভারতের ব্যবসায়ীরা সোমবার বাংলাদেশে পেঁয়াজ রফতানি বন্ধের সিদ্ধান্ত নেয়।
প্রতিবেদনটিতে ভারত-বাংলাদেশ চেম্বার অব কমার্সের সদস্য পঙ্কজ রায়ের বরাত দিয়ে বলা হয়েছে, ভারতে পেঁয়াজের চাহিদা বেড়ে যাওয়ায় বাংলাদেশে রফতানি বন্ধ করে দেয়া হয়েছে। ইলিশ রফতানি বন্ধে বিরক্ত ভারত এ কথা জানিয়েছেন পঙ্কজ।
প্রতিবেদনে আরো বলা হয়েছে, দেশের চাহিদা পূরণে ২০১২ সালের জুলাই মাসে ইলিশ রফতানি বন্ধ করে দেয় সরকার।
ভারতের পেঁয়াজ রফতানিকারক প্রতিষ্ঠানের মালিক দেবাশীষ সাহা ওই দৈনিকটিকে জানিয়েছেন, ভারত সরকার পেঁয়াজ রফতানির জন্য মূল্য নির্বারণ করে দিয়েছে। তাই কম দামে পেঁয়াজ রফতানি করতে পারি না। আগে বাংলাদেশে প্রতিদিন এক থেকে দেড় হাজার টন পেঁয়াজ রফতানি করা হতো। এখন এর পাঁচ ভাগের এক ভাগ রফতানি করা হয়।
২১ আগস্ট-২০১৩/এমআর/এসএম/